আর্জেন্টিনা নাকি ব্রাজিল?
তীর্থ চন্দ্র দাস
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি শুরু হয়েছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২। ফুটবলপ্রেমীদের মনে বইছে আবেগের হাওয়া। সবাই মেতে উঠেছে আনন্দের জোয়ারে। বলে রাখা প্রয়োজন, ফুটবল খেলার নাম মাথায় এলেই প্রথমেই যে দলগুলোর কথা মনে পড়ে তা হলো, আর্জেন্টিনা ও ব্রাজিল। একই সঙ্গে চরম সমালোচিত দলগুলোর অন্যতম হলো আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনার ভক্তপ্রেমীরা মেসির নামে জয়গান করে; অপরদিকে ব্রাজিল সমর্থকরা স্লোগানে স্লোগানে ভাসিয়ে তোলে নেইমারের নাম। কখনো কখনো আর্জেন্টিনার সমর্থকরা ‘৭-আপ’ বলে উপহাস করে; অন্যদিকে ব্রাজিল সমর্থকরা বলে, ‘কাপ নিতে পারবা না’। এভাবেই চলতে থাকে তর্কবিতর্ক আর খুনশুটি। এ খুনশুটি চলে বাবা-মা, ভাইবোন এবং বন্ধুবান্ধবের মধ্যে। তবুও দিনশেষে, সবাই এ ফুটবলকেই ভালোবাসে। ফুটবলের প্রতি এ অকৃত্রিম ভালোবাসা বহুকাল ধরেই চলমান। আশা করা যায়, ফুটবলের এ জয়গান চিরকাল বহমান থাকবে প্রত্যেক ফুটবলপ্রেমীর হৃদয়ে; আর এভাবেই প্রাণের খেলা ফুটবল সম্প্রসারিত হবে, দেশ থেকে দেশান্তরে।
শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
