Logo
Logo
×

দৃষ্টিপাত

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ দেওয়া হোক

Icon

মিজানুর রহমান রায়হান

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রাথমিক সহকারী শিক্ষক ২০২০-এর নিয়োগ প্রক্রিয়া এখনো চলমান। ধীরগতি ও দীর্ঘমেয়াদি নিয়োগ প্রক্রিয়ার কারণে অনেক প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বটে; কিন্তু ইতোমধ্যে অনেকের অন্যত্র চাকরি হয়ে যাওয়ায় তারা সেখানে যোগদান করে ফেলেছেন। সুতরাং তাদের আর প্রাথমিকে ফিরে আসার সম্ভাবনা নেই। কারণ, মেধাবীরা নিয়োগ পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে থাকে এবং তারা চায় তুলনামূলক ভালো প্রতিষ্ঠানে চাকরি নিতে।

সুতরাং, প্রাথমিকে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ দিলে একদিকে প্রকৃত চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন; অন্যদিকে শূন্য পদ পূরণ করে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে। অতএব, চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হোক।

পশ্চিম চরজুবিলী, সুবর্ণচর, নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম