Logo
Logo
×

দৃষ্টিপাত

খুদে বিজ্ঞানীদের প্রতিভা কি অঙ্কুরেই বিনষ্ট হবে?

Icon

মো. নাজমুল হোসেন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির আবিষ্কারে পিছিয়ে নেই দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। প্রযুক্তি ব্যবহার দ্বারা অভিনব উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সম্ভাবনা তৈরি করছে তারা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বেশ কয়েকটি মেলায় দেশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা চমকপ্রদ আবিষ্কার সামনে এনেছে। এগুলোরমধ্যে রয়েছে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা, ইকো ফ্রেন্ডলি শহরের মডেল, স্বল্প খরচে জরুরি বিদ্যুৎ সরবরাহ ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা। এছাড়া পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ও পানির অপচয় রোধ ও বনায়ন, সামুদ্রিক পানির ডেউ থেকে বিদ্যুৎ উৎপাদন, কৃত্রিম রোবট তৈরি, পেট্রোল আর পানি দিয়ে গ্যাস তৈরি, বিদ্যুৎ অপচয় রোধে করণীয়, পরিকল্পিত নগরী গড়ে তোলার কৌশলে ডেমো তৈরি, কৃষিতে কীটনাশক ব্যবহারের বিকল্প পদ্ধতি, বায়োগ্যাস প্লান্ট, বর্জ্য রিসাইক্লিন পদ্ধতি, বায়ু দূষণে করণীয়, কাদা থেকে বিদ্যুৎ তৈরি, হাইড্রোলিক লিফট, মিরর পাওয়ার প্লান্ট, অটো ক্লিনার্স, হাইড্রোবোট ছাড়াও রয়েছে স্বল্প সময়ের মধ্যে টোল আদায়ের উপায়। এমন সব অভিনব আবিষ্কার নিয়ে অনেক আশাবাদী হয়ে খুদে বিজ্ঞানীরা বিজ্ঞান ও শিল্পপ্রযুক্তি মেলায় হাজির হলেও তাদের এ আবিষ্কার মেলার আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। পরে তা আর কোনো কাজে লাগানো হয় না। এ বিষয়ে কোনোরকম প্রণোদনার বন্দোবস্তুও চোখে পড়ে না। আমাদের দেশীয় বিজ্ঞান-চর্চার যে ঐতিহ্যমণ্ডিত একটা ধারা আছে, তা আমরা ভুলতে বসেছি। জগদীশচন্দ্রের বিজ্ঞান-সাধনা থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু ও কাজী মোতাহার হোসেনের অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে।

২০১৩ সালে সেনেগালের একটি প্রযুক্তি মেলায় বাংলাদেশি এক বিজ্ঞানীর একটি আবিষ্কার দেখে মুগ্ধ হয়েছিলের তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ওবামা যা দেখে মুগ্ধ হয়েছিলেন, তা হলো-ধান ক্ষেতে গুটি ইউরিয়া ছড়ানোর জন্য সহজে বহনযোগ্য কমদামের অ্যাপ্লিকেটর। দেশের সম্ভাবনাময় খুদে বিজ্ঞানীদের আবিষ্কারকে কাজে লাগানোর লক্ষ্যে উদ্যোগ নিতে হবে। তাদের মেধা-মননের বিকাশের পাশাপাশি আবিষ্কারগুলো যাতে কালের আবর্তে হারিয়ে না যায়, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম