জাতীয় পরিচয়পত্র সংশোধন জটিলতায় জীবন অতিষ্ঠ
মাসউদ বিন আতহার
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পরিচয়পত্র সংশোধনে ভোগান্তির যেন অন্ত নেই। ত্রুটিপূর্ণ এনআইডি কার্ড ভুক্তভোগীর জন্য যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর তদন্তের নামে ঝুলিয়ে রাখা হয় সংশোধনী কার্যক্রম। খোদ কর্মকর্তাদের ভাষ্য-তদন্তের সংশোধনী সম্পন্ন হতে ১৩ বছরও লাগতে পারে। এমন হতাশাব্যঞ্জক মন্তব্য নিঃসন্দেহে গ্রাহকের মনে চরম ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। জীবদ্দশায় আদৌ জাতীয় পরিচয়পত্র সংশোধন হয়ে আসবে কি না, এ নিয়ে সে দ্বিধাগ্রস্ত থাকে। কারও সংশোধনী আবেদন আবার দীর্ঘদিন ঝুলন্ত থেকে শেষে বাতিল হয়ে যায়। কর্তৃপক্ষের ভুলের খেসারত যদি সাধারণ জনগণকে দিতে হয়, তাহলে নাগরিকের এ অধিকার নিশ্চিত হবে কোথায়? পিতার ভুল জাতীয় পরিচয়পত্র নিয়ে পরবর্তী প্রজন্মকেও তো বিপদের মুখোমুখি হতে হবে।
২০০৮ সালে যখন প্রথম জাতীয় পরিচয়পত্রের তালিকা প্রস্তুত করা হয়, তখন আমি ও আমার ভাই নরসিংদী পৌরসভায় উপস্থিত হই। সন্ধ্যায় অনেক মানুষের ভিড়ে আমাদের নাম মৌখিকভাবে জানতে চাওয়া হয়। তারপর ধুমধাম টাইপ করে আমাদের স্বাক্ষর নেওয়া হয়। ছবিগুলোও অন্ধকারে ঝাপসা উঠেছিল। এনআইডি হাতে পেয়ে দেখি আমার নাম ভাইয়ের অনুসরণে ভুল বানানে ভুল অংশসহ যুক্ত করে রেখেছে। আমার বড় ভাইয়ের নাম মাসুম আহাম্মেদ (এনআইডি নং ৫৫০৪৯৮২৪৩৯)। সেমতে আমার নাম তুলে রেখেছে মাসুদ আহম্মেদ; অথচ আমার নামে আহাম্মেদ নেই। আমার নামের শুদ্ধ বানান ‘মাসউদ’, যার প্রমাণ আমার স্বাক্ষর। কর্মকর্তা তাড়াহুড়ার দরুন এ দিকে খেয়াল করেননি। আমার জাতীয় পরিচয়পত্র নং (৫৫০৪৯৮২৪০৫)।
বহু বছর এ ভুলের বোঝা মাথায় নিয়ে ঘুরছিলাম। বছর দুয়েক আগে আমার জন্মসনদ ও এসএসসি সনদপত্রের নামের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধনীর জন্য আবেদন করেছিলাম। প্রায় দেড় বছর তদন্তের নামে আমাকে অপেক্ষায় রাখা হয়। নরসিংদী নির্বাচন কমিশন আঞ্চলিক অফিস অনেকবার ফিরিয়ে দেয়। অবশেষে মাস তিনেক আগে তদন্তের জন্য চূড়ান্ত তারিখ দেয়। নির্ধারিত তারিখে কাগজপত্র নিয়ে আমার পিতাসহ সশরীরে উপস্থিত হই। তদন্তের সবকিছু বাহ্যিক দৃষ্টিতে ইতিবাচক হলেও গত ৩১/১/২০২৩ তারিখে ১০৫ নম্বর থেকে এসএমএস দিয়ে আমার আবেদনটি কর্তৃপক্ষ নামঞ্জুর করে দেয়। ঘটনার আকস্মিকতায় আমরা বাকরুদ্ধ ও ব্যথিত। এ ভুল ও সমন্বয়হীনতা নিয়ে বাকি জীবন কী করে পাড়ি দেব? আমার সন্তানদের কাগজপত্রে পিতার নামের এ ভুল কী করে সমাধা হবে? কর্তৃপক্ষের কাছে করজোর আবেদন-আমাদের মতো অভাগাদের জীবনযাত্রায় এমন জটিলতা থেকে মুক্তিদানের ব্যবস্থা করুন।
ভাগদী মার্কাজ, নরসিংদী
masudbinathar@gmail.com
