|
ফলো করুন |
|
|---|---|
‘ভালোবাসা’ এক সংজ্ঞাবিহীন অনুভূতির নাম। ভালোবাসা এক তুলনাহীন সম্পর্কের নাম। ভালোবাসা, সে যেন রূপকথার স্বর্গীয় অনুভূতি। ভালোবাসা যেন মহাআনন্দের হাতছানি। ভালোবাসার মাধ্যমেই জয় করা যায় বিশ্ব। ভালোবাসার মাধ্যমেই বশে আনা যায় চরম শত্রুকেও। ভালোবাসা এমন একটি শব্দ, এমন একটি জিনিস-যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি দেখাও যায় না; অনুভব করা যায় মাত্র। ভালোবাসা মানে মনে মনে রঙিন স্বপ্নের জাল বোনা। ভালোবাসা মানে হাতে হাত রেখে বাকিটা জীবন কাটানোর প্রত্যয়। ভালোবাসা মানে হলো, নির্ভরতার নরম হাত। ভালোবাসা মানে হলো, পরস্পর বিশ্বাসের শক্ত বন্ধন।
ভালোবাসা-সে যে বড় রহস্যময়ী, বড় ছদ্মবেশী। কারও জীবনে কখন কার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তা অননুমেয়। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন-‘সখী ভালোবাসা কারে কয়?’ ভালোবাসার এ রহস্যময়তা যেন এর প্রতি মানুষের আকর্ষণকে আরও হাজার গুণ বাড়িয়ে দেয়। ভালোবাসার নাগাল পেতে মানুষ মরিয়া হয়ে ওঠে। ভালোবাসাকে যদি সংজ্ঞার মধ্যে ফেলা যায়, তবে সেটা হবে একটি মানবিক অনুভূতি, একটি আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের বা জিনিসের জন্য শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার বিভিন্ন প্রকারভেদ থাকতে পারে; যেমন-নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, কোনো পোষাপ্রাণী বা উদ্ভিদের প্রতি ভালোবাসা। এমনকি কোনো কাজ বা খাদ্যের প্রতিও ভালোবাসা থাকতে পারে। ভালোবাসা শুধু যুগলদের জন্য নয়। পাশাপাশি হাত ধরে হাঁটার নাম ভালোবাসা নয়। ভালোবাসা এক অদৃশ্য শক্তি, যার প্রবল প্রবাহ পরিবর্তন করে দেয় কারও অগোছাল জীবন। মুছে দেয় কারও অশ্রুধারা। ভালোবাসার শক্তি নিমিষেই দূর করে দেয় বাবা-মা-আত্মীয়-স্বজনদের হাজারও কষ্ট। একেকজনের কাছে ভালোবাসা একেকরকম। ভালোবাসার অভিজ্ঞতা নিতে গিয়ে কাছের এক মানুষের কাছে শুনলাম-তার ভালোবাসা মানে, প্রিয় মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করা। তার কাছে ভালোবাসা মানে প্রিয় মানুষকে এক পলক দেখার জন্য হাজার মাইল পথ অতিক্রম করা। ভালোবাসা মানে প্রিয় মানুষটা শুধু আমার, একথা বলতে পারা। ভালোবাসা পবিত্র, ভালোবাসা শুদ্ধ, ভালোবাসা মানে শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস।
যদি একজন ব্যর্থ প্রেমিককে জিজ্ঞাসা করা হয়, ভালোবাসা মানে কী? সে উত্তর দিবে-ভালোবাসা মানে একটা কালবৈশাখী ঝড়, যা জীবনকে লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। যদি কোনো মাকে ভালোবাসার মানে জিজ্ঞাসা করা হয়, তিনি উত্তর দিবেন-ভালোবাসা মানে তার সন্তানেরা। সুতরাং ভালোবাসা একটা আপেক্ষিক বিষয়, এর সংজ্ঞাটা অমীমাংসিত। যুগে যুগে হাজার হাজার কবি-সাহিত্যিক আসবেন পৃথিবীতে। হাজার হাজার কাগজ, কলম শেষ হয়ে যাবে তাদের লেখনীতে; কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা হয়তো অমীমাংসিতই থেকে যাবে। এ সংজ্ঞাবিহীন ভালোবাসাটাকেই আঁকড়ে ধরে বেঁচে আছে হাজারও মানুষ। ভালোবাসা অমর, ভালোবাসার কখনো মৃত্যু হয় না। ভালোবাসার মানুষটা মরে গেলেও ভালোবাসা বেঁচে থাকে আজীবন। এর জ্বলন্ত উদাহরণ পাই আমরা পল্লিকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতায়-
এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
ভালোবাসার কী জলজ্যান্ত উদাহরণ, অজান্তেই চোখে জল চলে আসে। ভালোবাসা দিয়ে জয় করা যায় বিশ্ব, জয় করা যায় চরম শত্রুর মনও। তবে সে ভালোবাসা হতে হবে খাঁটি, নিরেট, খাদমুক্ত। কবি John Donne তার বিখ্যাত 'The Good Morrow' কবিতায় বলেছেন-
Whatever dies, was not mixed equally;
If our two loves be one, or, thou and I
Love so alike, that none do slacken, none can die.
অর্থাৎ সেই জিনিসটাই নষ্ট হয়ে যায়, যার উপাদানগুলো তৈরি করার সময় সমানভাবে মিশ্রণ করা হয় না। কোনো জিনিস তৈরি করার সময় যদি তার উপাদানগুলো সমান অনুপাতে মেশানো হয়, তাহলে সেই জিনিসটা দীর্ঘস্থায়িত্ব লাভ করে। তেমনি ভালোবাসাতেও দুজন দুজনাকে যদি সমানুপাতে ভালোবাসে, তবে সে ভালোবাসা অমরত্ব লাভ করে। কবি এটাই বুঝিয়েছেন-যদি আমাদের দুজনার ভালোবাসা এক হয় এবং তুমি আর আমি আমরা যদি সমানভাবে ভালোবাসি, তাহলে আমরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হব না, আমাদের ভালোবাসাও মারা যাবে না।
একেই বুঝি বলে খাঁটি ভালোবাসা। এরকম ভালোবাসাই তো অমরত্ব লাভ করে। কিন্তু বর্তমানে কি সেই নিরেট, খাঁটি ভালোবাসা দেখা যায়? এখন তো ভালোবাসার নামে শুধু প্রতারণা দেখা যায়, অনেকে ভুল মানুষকে ভালোবেসে ভালোবাসার অতুলনীয় আনন্দটা হারিয়ে ফেলে সারা জীবনের জন্য। মাঝ রাস্তায় হারিয়ে যায় অনেক ভালোবাসা। তবে জন ডানের সেই নিরেট, খাঁটি ভালোবাসার দেখা মেলে এখনো মাঝে মাঝে। ভালোবাসাকে মাঝ রাস্তায় হারিয়ে যেতে না দিতে চাইলে, ভালোবাসাকে অমর করে রাখতে চাইলে দুজনকেই হতে হবে বিশ্বস্ত। ভালোবাসায় করা যাবে না কোনো কার্পণ্য। যাকে ভালোবাসা হবে, তাকে মন খুলে ভালোবাসতে হবে। লোক দেখানো মন মানসিকতা পরিহার করতে হবে। তবেই না ভালোবাসা অমরত্ব লাভ করবে। প্রমাণিত হবে প্রকৃত ভালোবাসা। এক বিন্দুতে কেন্দ্রীভূত হবে প্রত্যাশা ও প্রাপ্তি। ভালোবাসার পবিত্র ধারা প্রবাহিত হোক হৃদয় থেকে হৃদয়ে; ভালোবাসা দ্বারা দূর হয়ে যাক সমাজের সব অন্যায়, অত্যাচার, অনিয়ম। পরিবারের মাঝে বিরাজমান হোক অনাবিল সুখ, শান্তি। উন্মুক্ত হোক মানবিকতার দ্বার।
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ
