অনলাইনে বাংলা ভাষার বিকৃতি রোধে সচেতনতা প্রয়োজন
এইচ এম কাওছার হোসাইন
প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমানে অনলাইন একটি শক্তিশালী প্ল্যাটফরম। অনলাইনে যোগাযোগব্যবস্থার যেকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুক একটি বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটির সহযোগী মাধ্যম হলো মেসেঞ্জার। ফেসবুক বা মেসেঞ্জার যাই বলি না কেন-শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এতে কমবেশি আসক্ত। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে এটি ব্যবহৃত হয়, যেখানে বাংলা ভাষার অপব্যবহার লক্ষ করা যায়। আশঙ্কার বিষয় হলো, এর মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
দেশের শিক্ষিত একটি মহল বাংলা ভাষাকে অবহেলা-অবজ্ঞা করে বিদেশি ভাষা ব্যবহারে বেশি আগ্রহী হচ্ছেন। আবার একটি শ্রেণি বাংলা ভাষাকে ইংরেজি অক্ষরে লিখছে; অর্থাৎ যেটাকে আমরা ‘বাংলিশ’ বলে থাকি। বাংলা কথা বা ভাষাকে ইংরেজি অক্ষরে লিখলে সেটা বেশিরভাগ সময় বিকৃত উচ্চারণ হয়। এছাড়া অনলাইনে যারা বাংলা লিখছেন, তাদের লেখায়ও বিভিন্ন সময়ে বিকৃতি লক্ষ করা যায়।
অনলাইন তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শব্দ-বাক্য, এমনকি উচ্চারণ ভঙ্গিতেও বাংলা ভাষার বিবৃতি বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন হলো, এর লাগাম টানবে কে? এক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। ব্যক্তিগতভাবে প্রত্যেককে সচেতন হতে হবে লেখা-পড়া ও বলার সময়ে, যাতে কোনোভাবেই বাংলা ভাষার বিকৃতি না ঘটে। সবাই আসুন, নিজের মাতৃভাষাকে ভালোবাসি। বাংলা ভাষার বিকৃতি রোধে সচেতন থাকি।
আটঘরিয়া, পাবনা
