রাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনুন
জুবায়েদ মোস্তফা
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় মানুষদের সম্পর্ক যেন সাপে নেউলে। কোনোভাবেই যেন সম্পর্ক সহজ হয় না তাদের মাঝে। স্থানীয়রা কোনোক্রমেই শিক্ষার্থীদের খুব সহজভাবে নিতে পারে না। সামান্য কোনো কিছুতেই যেন বেঁধে যায় বড় পরিসরে ঝামেলা। তবে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসেই যেন একই চিত্র বিদ্যমান। শিক্ষার্থীরা কোথাও যেন নিরাপদ নয়, সব জায়গায় শিক্ষার্থীদের ওপর চলে আধিপত্য। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে।
স্বপ্ন পূরণের জন্য ভিটেমাটি, পরিবার-পরিজন ছেড়ে দিতে হয়। ক্যাম্পাসের আঙিনা জুড়ে আপন বলতে কেউ থাকে না। যখন নতুন নতুন মানুষকে আপন ভাবতে শুরু করে, তখন তাদের কাছে টানার বদলে প্রতিহিংসার অনল দেখা যায়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্থানীয়দের আচরণে যেটা প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীদের ওপর চালানো হয়েছে বর্বর হামলা। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনা শিক্ষার্থীদের কোমল মনকে ব্যথিত করে। এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না আমরা। প্রশাসনের কাছে আবেদন, হামলাকীদের দ্রুত বিচারের আওতায় আনুন। একইসঙ্গে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন।
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
