অসাধু ব্যবসায়ীদের ওপর রহমত বর্ষিত হোক
কাজী সুলতানুল আরেফিন
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রমজান মাস অতি নিকটে। রমজান মাস রহমতের মাস-এ বিশ্বাস মনে নিয়ে রহমতের আশায় মুসলমানরা সিয়াম পালন করেন। এ মাসকে সংযমের মাস বলা হয়। এ মাস এলে পুণ্যের আশায় অন্যান্য দেশের ব্যবসায়ীরা বাজারে ছাড় দিতে শুরু করেন; কিন্তু সবচেয়ে কষ্টের কথা, আমাদের এদিকটায় বেশিরভাগ ব্যবসায়ী মার দিতে প্রস্তুতি নিতে শুরু করে। এ মাস এলে শোনা যায়-সারা বছরের এগারো মাসের ব্যবসা এ এক মাসে করতে হবে! সারা বছরের লাভ এ মাসেই করে নিতে হবে; কিংবা সারা বছরের ক্ষতি বা লোকসান এ মাসেই পুষিয়ে নিতে হবে! আর এসব করার প্রস্তুতি নেয় অসাধু মজুতদার ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীর মধ্যে মুসলমান ব্যবসায়ীও রয়েছেন, যারা কিনা রমজানে আল্লাহর রহমত আশা করেন। কিন্তু অতিরিক্ত মুনাফা অর্জনের লোভ তারা সামলাতে পারে না! হায়রে আমাদের কপাল, হায়রে আমাদের নিয়তি!
আমার বারবার মনে হচ্ছে-মাছ, মাংস আর ডিম অনেক মানুষের রিজিক থেকে প্রায় উঠে যাচ্ছে। পরিস্থিতির কারণে বাজারে কমবেশি সংকট দেখা দিলেও দেশের পরিস্থিতির ওপর অসাধু ব্যবসায়ীদের প্রভাবই বেশি। মনে হচ্ছে, এদের বিপক্ষে গিয়ে বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন। চারদিকে কেবল সম্পদ গড়ার অস্থিরতা বিরাজমান। যেভাবে হোক লুটে নিয়ে নিজে বিত্তশালী হওয়ার মানসিকতা যেন চেপে ধরেছে অক্টোপাসের মতো। নৈতিকতা হারিয়ে যাওয়ার কারণেও বাজারে এ চিত্র দিন দিন বেড়ে চলেছে। আসুন, সবাই দোয়া করি-এবারের রমজানের আগেই যেন অসাধু, মজুতদার এবং অতিমুনাফালোভী ব্যবসায়ীদের উপর আল্লাহ?র রহমত বর্ষিত হয়। তাদের অন্তর যেন পরিশুদ্ধ হয়। রমাজনে অতি মুনাফার লোভ থেকে আল্লাহপাক তাদের মুক্তি দিন।
Arefin.feni99@gmail.com
