হাতিয়ানা সড়কে দুর্ঘটনা বন্ধে পদক্ষেপ নিন
মিসবাহুল ইসলাম
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর সৈয়দপুরে ব্যস্ততম এলাকা পাঁচ মাথা মোড়। কয়েকটি জেলার বৃহত্তম ফলের আড়ত রয়েছে এখানে। তাই এখানে ফল কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। আড়তের জন্য স্থায়ী কোনো জায়গা না থাকার কারণে রেললাইনের পাশে সরু রাস্তায় আড়তটির অবস্থান। রাস্তা সরু হওয়ার কারণে প্রায়ই যানবাহনে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হন অনেকে। হাতিয়ারা সড়কের পাশের এ আড়তের ক্রেতা-বিক্রেতারা দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগছেন। আড়তের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষার্থী, দারুল হেদায়া ইসলামিক ইনস্টিটিউট, বারিধারা, ঢাকা
