Logo
Logo
×

দৃষ্টিপাত

আইসিইউ স্থাপনের নির্দেশনা বাস্তবায়ন হয়নি

Icon

সৈয়দ আশিকুজ্জামান আশিক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিটি জেলা হাসপাতালে ৩ বছর আগে একটি করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৪৩টি জেলা হাসপাতাল ও ১০টি মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার আইসিইউ চালুর একটি প্রকল্প গ্রহণ করা হয়। তবে এখনো সেসব হাসপাতালে কোনো আইসিইউ সেবা চালু হয়নি। চলতি বছরের ৩০ জুনের মধ্যে আইসিইউ স্থাপনের কথা ছিল। কর্মকর্তারা বলছেন, ১০টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সরঞ্জাম স্থাপন করা হয়েছে, তবে সেগুলো এখনো চালু হয়নি। জেলা হাসপাতালে আইসিইউ না থাকায় গুরুতর অসুস্থ অনেক রোগী ঢাকায় আনার সময় অ্যাম্বুলেন্সে মারা যান। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলা হাসপাতালগুলোতে আইসিইউ সংকটের কারণে ঢাকাগামী রোগীদের ওপর চাপ কমবে। জেলা পর্যায়ে বিভিন্ন সমস্যার সমাধান হবে।

গবেষণা সহকারী, সিআরআইডি, ঢাকা

syedashikujaman@yahoo.com

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম