Logo
Logo
×

দৃষ্টিপাত

আসুন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই

Icon

মেজর (অব.) মো. ইকবাল হায়দার

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুব সহজ কথায়-বিদ্যুৎ এক ধরনের শক্তি, যা আমরা চোখে দেখতে পাই না, কেবল ব্যবহারে এর অস্তিত্ব বুঝতে পারি। এই বিদ্যুতের ব্যবহারেই দেশ ও জাতির উন্নয়নমূলক কাজ সহজ ও ত্বরান্বিত হয়। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কলকারখানা, কৃষি সব ক্ষেত্রে বিদ্যুৎ প্রয়োজন। কদিন আগে প্রচণ্ড দাবদাহের মাঝে সারা দেশে বিদ্যুতের লোডশেডিং চরম পর্যায় পৌঁছেছিল। আল্লাহতায়ালার রহমতে গত কদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ায় জনগণ স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

আমি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে ১৯৭৫ সালে কমিশন লাভের পর ১২ বছর চাকরি করে স্বাস্থ্যগত কারণে ১৯৮৮ সালের ৮ জানুয়ারি অবসরগ্রহণ করি। এরপর ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে জেনারেল ম্যানেজার পদে যোগ দেই এবং ১৯১৫ সালে সিনিয়র জেনারেল ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করি।

১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৬ মোতাবেক ‘গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণে ব্যবস্থা’ রাষ্ট্রীয় কাজ বলে উল্লেখ আছে। দেশে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা বাড়ানো হলেও কেন্দ্রগুলো কীভাবে চলবে সে পরিকল্পনা করা হয়নি। এমনকি বিদ্যুতের মতো জ্বালানি খাতের ধারাবাহিক উন্নয়নে নজর দেওয়া হয়নি। সরকার ২০১০ থেকে ২০২৩-এর মধ্যভাগ পর্যন্ত সাড়ে ১৪ বছরে প্রচুর বিদ্যুৎকেন্দ্র করেছে। কিন্তু এর জন্য জ্বালানির ব্যবস্থা করেনি। সরকারের প্রথম পরিকল্পনা অনুযায়ী ২০১০ থেকে শুরু করে এ পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস খাতের মাস্টারপ্ল্যান, কয়লানীতি, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নীতিমালা ইত্যাদি কখনো সমন্বিভাবে বাস্তবায়িত হয়নি। এ পরিকল্পনা পাশ কাটিয়ে যখন যার যেখানে ইচ্ছা বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে। আবার বিদ্যুৎকেন্দ্র তৈরির পর দেখা গেছে সঞ্চালন লাইন নেই।

বিদ্যুৎ এমন পণ্য যা বাজার বা দোকান থেকে রেডিমেড কেনা যায় না। আমি আমার স্ত্রী, সন্তান এবং কাজের বুয়াকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছি। দীর্ঘ ২৮ বছর দেশের বিভিন্ন এলাকায় ১০টি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হিসাবে চাকরিকালীন জেলা ও উপজেলায় অবস্থান করে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাকে নিজ নিজ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য নির্দেশ দিতে অনুরোধ জানিয়েছি। আশা করি লোডশেডিংয়ের কারণ সবাই বুঝতে পেরেছেন। আসুন সবাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই।

সাবেক সেনা কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম