Logo
Logo
×

দৃষ্টিপাত

পদ্মা সেতু বাংলাদেশের গর্ব

Icon

মেজর মো. ইকবাল হায়দার (অব.)

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পার হলো ২৫ জুন। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এত বড় একটি কাজের বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বব্যাংককে দেখিয়ে দিয়ে (বলা যায় সমুচিত জবাব দিয়ে) প্রধানমন্ত্রী দেশে-বিদেশে একজন ‘আয়রন লেডি’ হিসাবে পরিচিত হয়েছেন। বিগত সময়ের নানা সরকারি প্রজ্ঞাপন, অ্যাডভারটাইজিং ইত্যাদিতে কিছু স্লোগান লেখা থাকত : ১. ‘ছেলে হউক মেয়ে হউক দুটি সন্তানই যথেষ্ট’; ২. ‘গাছ লাগান, গাছের পরিচর্যা করুন’ ইত্যাদি।

আমি এ বছর পারিবারিক এক ট্যুরে নড়াইলে এক রিসোর্টে যাই এবং সেখানে রাতযাপন করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বাসায় ফিরি। পদ্মা সেতু পাড়ি দিয়ে এ ভ্রমণ ছিল খুব আরামদায়ক এবং স্বপ্নের মতোই। নড়াইল হয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ঘুরে এসে নির্ঝঞ্চাটভাবে ঢাকায় ৮টার ভেতর পৌঁছে যাই। এক বছর পর তাই মনে হলো একটি স্লোগান ছড়িয়ে যাক ‘পদ্মা সেতু বাংলাদেশের গর্ব’। স্লোগানটি সরকারি প্রজ্ঞাপন, ডিও লেটার ও অন্যান্য স্থানে লিপিবদ্ধ করা যেতে পারে। তাছাড়া বিটিভিসহ সব বেসরকারি টিভি চ্যানেলে তা প্রচার করা যেতে পারে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম