Logo
Logo
×

দৃষ্টিপাত

ব্যক্তিগত সচেতনতাও প্রয়োজন

Icon

ইমন হাওলাদার

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানুষ এক সময় বর্বরতার মধ্যে বসবাস করলেও সময়ের পরিক্রমায় নিজের প্রয়োজনে একত্রিত হয়ে গড়ে তুলেছে সমাজ। আমরা মানুষ জাতি, বিশেষ করে বাঙালি, কারণে-অকারণে নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দিতে পছন্দ করি। নিজের ভুলভ্রান্তি একেবারেই স্বীকার করতে চাই না। এজন্য অনেক জাতি দ্রুত অগ্রসর হলেও আমরা বাঙালিরা আজও পিছিয়ে। আমাদের মাঝে আছে একরাশ অসচেতনতা আর নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার ঘৃণিত প্রবণতা। আমরা যদি রাষ্ট্রের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলি, তাহলে অনেকেই আমলাতন্ত্রের দিকে ইঙ্গিত করবেন। আচ্ছা মানলাম তাদের একটা ধরাবাঁধা দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার কি কোনো দায়িত্ব-কর্তব্য নেই রাষ্ট্রের প্রতি? সরকার বলছে, দেশে কয়লার জোগান কম, তাই বিদ্যুৎ উৎপাদনে বিদেশ থেকে কয়লা আমদানি করতে হবে। আপনার কি উচিত ছিল না বিদ্যুতের অপচয় রোধ করা? আপনার বাসা, শিল্পপ্রতিষ্ঠান কিংবা বাণিজ্যিক কর্মস্থলে অপ্রয়োজনে চলা ফ্যান, লাইট, মেশিনের সুইচ বন্ধ করতে কি সরকার যাবে, না লোক রেখে দেবে? আপনার বাসার গ্যাসের চুলা ইচ্ছামতো জ্বালিয়ে রাখবেন, আর সংকট দেখা দিলেই দোষ চাপাবেন সরকারের ওপর। আঞ্চলিক একটা কথা আছে, ‘হুজুগে বাঙালি’। কোনো কিছুর দাম বৃদ্ধি পাবে শুনলেই ক্রেতা-বিক্রেতা সবাই সত্য-মিথ্যা যাচাই না করে মজুত করা শুরু করে দেই। তা কি ঠিক? তাই রাষ্ট্রের উন্নয়নে, কল্যাণে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আসুন আমরা সবাই হাতে হাত রেখে কাজ করি। ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করি। তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে উন্নতির চরম শিখরে।

শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম