গণপরিবহণে নারীর ভোগান্তি বন্ধ হোক
আসিব ইকবাল
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্কুল-কলেজ কিংবা অফিস-আদালত, নারীদের বিচরণ আজ সব জায়গায়। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষ উভয়ের সমান অধিকারের কথা বলা হয়েছে। বর্তমানে নারীরা উদ্যমী, স্বাধীনচেতা। তারা পুরুষের মতোই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তবে কিছু নির্লজ্জ, দুষ্ট চরিত্রের মানুষের জন্য নারীরা নানা ভোগান্তির শিকার হন। এর মধ্যে অন্যতম গণপরিবহণে নারীদের ভোগান্তি। গণপরিবহণে নারীদের সঙ্গে অস্বাভাবিক আচরণ, বাজে মন্তব্য, যৌন হয়রানি ও গণধর্ষণের অভিযোগ নিরন্তর।
‘সেভ দ্য রোড’র এক প্রতিবেদন বলছে, গণপরিবহণসহ অন্যান্য বাহন, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে ২০১৭ থেকে ২০২২ সালের ৭ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৬০১ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছেন ৩৫৭ জন এবং খুন হয়েছেন ২৭ জন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে নারীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে গণপরিবহণে নারীদের ভোগান্তি বন্ধ করা হোক।
শিক্ষার্থী, শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
