পর্যটন খাত
সম্ভাবনাময় হতে পারে ডিঙ্গাপোতা হাওড়
মুনযির আকলাম
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হাওড়-বাঁওড় ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির এক বিস্তীর্ণ জনপদ নেত্রকোনা জেলা, যেটি ভাটি বাংলার রাজধানী হিসাবেও পরিচিত। এ জেলার মোহনগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল ঘিরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিক শোভার ডিঙ্গাপোতা হাওড়। জেলার ১০ উপজেলার ছোট বড় ৮১টি হাওরের সমন্বয়ে প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর আয়তনের ডিঙ্গাপোতা হাওড় দেশের বৃহত্তম হাওড়গুলোর মধ্যে একটি। যাকে বলা হয় ভাটি বাংলার প্রবেশদ্বার। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ হাওড় দেশের অন্যতম বৃহৎ জলাভূমি ও দর্শনীয় স্থান, যেটি আন্তর্জাতিকভাবেও সমাদৃত। এ হাওড়ের ৯৫টি বিল প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির হাজার হাজার পরিযায়ী পাখির আগমনে মুখর হয়ে ওঠে। ঋতুভেদে ভিন্ন ভিন্ন রূপে এ হাওড়ের সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষায় অথই জলরাশি, হেমন্তের রাশি রাশি সোনালি ধান ও জীব বৈচিত্র্যে ভরপুর এর নয়নাভিরাম সৌন্দর্য প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের মোহিত করে। শুকনো মৌসুমে এখানে বিশাল জায়গাজুড়ে জেগে ওঠে অনিন্দ্য সুন্দর হিজলবন। স্থানীয়রা এ বনকে ভালোবেসে অক্সিজেন পার্ক বলে থাকেন। এখানে হিজলের সঙ্গে যেন সই পাতিয়ে মিশে থাকে বটগাছ আর করচগাছ। এ হিজলবন দুই ঋতুতে দুই সাজে সজ্জিত হয়ে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে দেয়। বর্ষাকালে হিজলগাছগুলোর প্রায় অর্ধেক পানির নিচে ডুবে থাকে। গাছের অগ্রভাগ পানির ওপর দিয়ে নিজের অস্তিত্ব জানান দেয়। এ অপরূপ দৃশ্য যে কোনো মানুষের মন ছুঁয়ে যায়। এছাড়া মাছের মৌসুমে হাওড়পারের অস্থায়ী জেলেদের পরিবারের জীবনচিত্র দেখার সুযোগ রয়েছে। এখান থেকে চাইলে হাওড়ের বিভিন্ন জাতের তাজা মাছ কিনে নেওয়া যায়। দৃষ্টিনন্দন হাওড়ে প্রকৃতি তার বৈচিত্র্যময় কারুকাজ দিয়ে ঋতুভেদে অনিন্দ্যসুন্দর সাজে সজ্জিত হয়ে আকৃষ্ট করে ভ্রমণপিপাসুদের। এ হাওড়কে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটন ক্ষেত্র। এ জন্য বেছে নেওয়া যেতে পারে হাওড়ে প্রবেশ ও ফিরে আসার দুটি মুখ তেঁতুলিয়া, খুরশিমুল ও সিয়াধার গ্রাম। হাওড় পর্যটনকে কেন্দ্র করে আবহমান বাংলার নৌকাবাইচ খেলার ঐতিহ্যকে পুনর্জীবিত করার সুযোগ রয়েছে এখানে। প্রকৃতির দানে অপরূপ সৌন্দর্যে গেঁড়া ডিঙ্গাপোতা হাওড় পর্যটনশিল্পে এক বিপুল সম্ভাবনার নাম। এ হাওড় জনপদটি পর্যটনশিল্পের অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এজন্য দরকার কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ।
বুড়িচং, কুমিল্লা
