Logo
Logo
×

দৃষ্টিপাত

রক্তদানে এগিয়ে আসুন

Icon

মো. সিফাতুল্লাহ তাসনীম

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রক্তদান বলতে বোঝায় কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ কর্তৃক স্বেচ্ছায় রক্ত দেওয়ার প্রক্রিয়াকে। দেশব্যাপী ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাবে আক্রান্ত রোগীদের ব্লাডে প্লাটিলেট কমে যাওয়ায় প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। শুধু ডেঙ্গুজ্বরই নয়; বিভিন্ন দুর্ঘটনাসহ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদেরও নিয়মিত রক্তের প্রয়োজন হয়। একজন সুস্থ-স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষ চার মাস পরপর রক্ত প্রদান করতে পারেন। রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই শরীরে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। রক্তদানের ফলে মানসিক শান্তি পাওয়া যায়, নতুন নতুন রক্ত কণিকা তৈরি হয়। নিয়মিত রক্তদানকারীর হার্ট অ্যাটাক ও হৃদরোগের ঝুঁকি কমে যায়। রক্তদান অনেকক্ষেত্রে ক্যানসার প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন, নিজের ও অপরের কল্যাণে নিয়মিত সবাই রক্তদান করি।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম