Logo
Logo
×

দৃষ্টিপাত

পানির সংকটে বিবিরবাগিচা ঝিলপাড়বাসী

Icon

আশফাক মুহতাসিম

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত জুলাইয়ের শুরু থেকে উত্তর যাত্রাবাড়ী বিবিরবাগিচা ঝিলপাড়ে ওয়াসার পানির লাইনে পানি আসছে না বললেই চলে। কদাচিৎ সামান্য পানি এলেও সেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য, যা দিয়ে দৈনন্দিন কাজকর্ম কিছুই করা যাচ্ছে না। ফলে পানির এ সমস্যার কারণে গৃহস্থালি কাজকর্ম, রান্নাবান্না সবকিছুতেই অসুবিধার মুখে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে অফিসগামী লোকজন বিপাকে পড়েছেন বেশি। ওয়াসার অফিসে দরখাস্ত করেও কোনো লাভ হচ্ছে না। ওয়াসার কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। উল্লেখ্য, সিটি করপোরেশন নতুন সুয়ারেজ লাইনের জন্য ৬-৭ মাস ধরে রাস্তা খুঁড়ে রেখে গত জুলাইয়ের মাঝামাঝি সময় কাজ শেষ করে। ফলে ওয়াসার কর্মকর্তারা নতুন পাকা সড়কে হাত দেওয়া যাবে না অজুহাত দেখিয়ে ঝিলপাড়বাসীকে ফিরিয়ে দেয়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

বিবিরবাগিচা, যাত্রাবাড়ী, ঢাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম