লোকাল বাসে শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ?
তৌহিদ-উল বারী
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সামর্থ্যরে অভাবে অনেকের কোনোমতে চালাতে হয় পড়াশোনা। চলাচলের ক্ষেত্রে চড়তে হয় লোকাল বাস কিংবা টেম্পো-টমটমে। একজন বিত্তবান শ্রেণির পরিবারের শিক্ষার্থী স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বড় গাড়িতে চেপে ক্যাম্পাসে যেতে পারে। তাদের চলাচলের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও; কিন্তু যেসব শিক্ষার্থী যাতায়াতের জন্য বিভিন্ন লোকাল বাসে চড়েন তাদের পোহাতে হয় শত ভোগান্তি। থাকে চুরি-ছিনতাইয়ের দুশ্চিন্তাও। যদি সাধের মোবাইলটা চুরি হয়ে যায়? যেটা দিয়ে সে তার পড়াশোনার নানা প্রয়োজনীয় কাজ চালিয়ে নেয়। কারণ তাদের তো আর যথেষ্ট সামর্থ্য নেই, মোটা অঙ্কের টাকায় অফলাইনে ক্লাস করে পড়ালেখা করার, তাই কোনোমতে মোবাইল দিয়েই সে তার পড়াশোনার কিছু কাজ চালিয়ে নেয়। লোকাল বাসে থাকাকালে তারা চিন্তায় থাকে কখন তাদের পকেটমারের খপ্পরে পড়তে হয়। হারাতে হয় পরিবার থেকে পাঠানো সামান্য অঙ্কের টাকাটা। যেটা দিয়ে সে মাসটা পার করে দিতে পারে। যাতায়াতের এমন নিরাপত্তাহীনতার অন্তত একটা সমাধান হওয়া জরুরি। যাতে যাত্রাপথটি প্রতিটি শিক্ষার্থীর স্বাচ্ছন্দ্যের হয়। এর জন্য প্রশাসনের সুনজর বাড়াতে হবে, বাড়াতে হবে ছিনতাইকারী দমনে তৎপরতা। প্রতিটি পয়েন্টে মোতায়েন করতে হবে ট্রাফিক পুলিশ বক্স। একইসঙ্গে এসব ছিনতাইকারী ও ইভটিজারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এতে লোকালবাসে শিক্ষার্থীদের চলাচল নির্ভার ও সহজ হবে। মুক্তি পাবে নানা হয়রানি, ভোগান্তি আর দুশ্চিন্তা থেকে।
শিক্ষার্থী, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
