Logo
Logo
×

দৃষ্টিপাত

দুষ্প্রাপ্য বইয়ের রাজ্য নীলক্ষেত

Icon

ইসতিয়াক আহমেদ হৃদয়

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজের মূল্যবৃদ্ধির কারণে সব বইয়ের দাম তুলনামূলক হারে বেড়েছে। আমরা যারা শিক্ষার্থী, তাদের অধিকাংশের আর্থিক সমস্যা লেগেই থাকে, তাই সব সময় নতুন বই কেনা সম্ভব হয় না। তাছাড়া আমাদের মতো শিক্ষার্থী ও পাঠকের কাছে নীলক্ষেত এক দারুণ প্রাপ্তির জায়গা। এখানে অনেক কম দামে উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, প্রাচীন পুথি, এছাড়া অনেক সময় দুষ্প্রাপ্য পাণ্ডুলিপিও পাওয়া যায়। তাছাড়া দেশি-বিদেশি ফিকশন, নন-ফিকশন, ডিটেকটিভ উপন্যাস, ম্যাগাজিন ইত্যাদি পাওয়া যায় এখানে। অনেক শিক্ষার্থী এখান থেকে তাদের পছন্দের মিথ সংগ্রহ করেন। সময় নিয়ে নীলক্ষেত ঘুরে বই কিনে খানিক পড়ে যে শান্তি পাওয়া যায়, তা হয়তো দেশের দামি দামি সেন্ট্রাল লাইব্রেরিতে বসে সেই স্বাদ পাওয়া যায় না। পুরাতন বইয়ের গন্ধে ভাসে নীলক্ষেত। শিক্ষার্থীদের বইমুখী ও বই পড়ার অভ্যাসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে নীলক্ষেতের এ পুরাতন বইয়ের দোকানগুলো। তবে নীলক্ষেতকে আরও জীবন্ত, আরও প্রাণবন্ত করা উচিত। এতে সাধারণ শিক্ষার্থীরা স্বল্প টাকায় বই কিনে পড়া চালিয়ে যেতে সক্ষম হবে এবং বই পড়ার আগ্রহটা বজায় থাকবে বলে আশা করি।

শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম