Logo
Logo
×

দৃষ্টিপাত

গাজাবাসীর প্রতি সহমর্মিতা

Icon

আবদুর রহমান জামী

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজায় ২০১৪-১৫ সালে যে ভয়াবহ নিধনযজ্ঞ হয়েছিল, সেবার গাজা উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সেই হত্যাকাণ্ডের ভয়াবহতার ক্ষত গাজাবাসীর মন থেকে এখনো মুছে যায়নি। এর মাঝেই এ বছরের ৬ অক্টোবর থেকে হামাসের আক্রমণের জেরে শুরু হয়েছে ইসরাইলের বিমান হামলা। অবিরাম হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। হামাস পিছু হটার নয়, হামাসের সামরিক শক্তি ইসরাইলের তুলনায় কম। ফলে সংকট আরও বেশি ঘনীভূত হওয়ার আগেই হামাসকে থামতে হবে নিজের স্বার্থে। আর ইসরাইলকে থামতে হবে সহিষ্ণু আচরণের মাধ্যমে। বলা বাহুল্য, ইসরাইলের বিমান হামলার ফলে শিশু ও নারীরাই বেশি মারা যাচ্ছে। এ অবস্থায় ব্রাসেলসে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় যুদ্ধবিরোধী মনোভাব ব্যক্ত করে বলেছেন, আমরা শান্তির পক্ষে। তিনি শান্তি ও স্থিতিশীলতার পক্ষে থেকে বিশ্ব নেতাদের এই সংকটের সমাধান বের করতে তাগিদ দেন।

সমস্যা সমাধানে তাই কালক্ষেপণ কাম্য নয়। গাজায় যাতে অমানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ না নেয়, তা নিশ্চিত করতে হবে। ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের রেশ প্রলম্বিত করা যাবে না। গাজাবাসীর সঙ্গে বাংলাদেশ আছে, আরও আছে শান্তির পক্ষের সবাই। সংকট কেটে আলো আসবে, এ আশা আমরা করতেই পারি।

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম