Logo
Logo
×

দৃষ্টিপাত

শুধু সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়

Icon

নূরুল নাহিদ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’-শিক্ষা ছাড়া কোনো জাতি জীবনে উন্নতি করতে পারে না। তাই তো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের শিক্ষা গ্রহণের গুরুত্ব অপরিসীম। নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা ছাড়া বিকল্প কিছু চিন্তা করা যায় না। জন্মের পর মা-বাবা সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করতে আপ্রাণ চেষ্টা করেন। শত কষ্টের মধ্যেও সন্তানকে লেখাপড়া করান। সন্তানরাও মনোযোগ দিয়ে দিন-রাত কষ্ট করে লেখাপড়া করার চেষ্টা করে। মা-বাবার মুখে হাসি ফোটাতে বড় বড় ডিগ্রি অর্জনের জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে।

যদিও বড় ডিগ্রি অর্জন আমাদের জন্য যথেষ্ট নয়, প্রকৃত মানুষ হওয়াটাই আসল। সার্টিফিকেট দেখে কখনো প্রকৃত মানুষ চেনা যায় না। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য লেখাপড়া করে প্রকৃত মানুষও হওয়া যায় না। আমাদের জীবনে সার্টিফিকেট যেমন প্রয়োজন, প্রকৃত মানুষ হওয়া তার চেয়েও বেশি প্রয়োজন। চেষ্টা করলে টাকার বিনিময়ে সার্টিফিকেট কেনা যায়; কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। তাই আমাদের লক্ষ্য থাকতে হবে-সার্টিফিকেট অর্জনের পাশাপাশি প্রকৃত মানুষ হওয়া। প্রকৃত মানুষের মধ্যে যে গুণাবলি রয়েছে আমাদের মধ্যেও সেই গুণাবলি ধারণ করতে হবে। আমাদের দেশে পাবলিক পরীক্ষার সময় পরীক্ষার্থীর চেয়ে অভিভাবকের মধ্যে বেশি প্রতিযোগিতা লক্ষ করা যায়। সন্তানকে জিপিএ-৫ পেতেই হবে। জিপিএ-৫ ছাড়া ফলাফলের যেন কোনো মূল্য নেই। কখনো কখনো ভালো ফল করতে না পারলে সন্তানের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হয়। যা সন্তানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিতেও বাধ্য হয়। এজন্য একজন সচেতন অভিভাবকের কাছ থেকে এ ধরনের আচরণ মোটেও আশা করা যায় না।

তাই সন্তানকে দিতে হবে নৈতিক শিক্ষা। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য চাপ প্রয়োগ না করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। একজন প্রকৃত মানুষ কখনো মানুষের, সমাজের কিংবা দেশের ক্ষতি করতে পারে না। একজন প্রকৃত মানুষ বোঝা নয় বরং দেশের মূল্যবান সম্পদ। প্রকৃত মানুষ অহংকারমুক্ত জীবনযাপন করে, পরোপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করে। তাই আমরা সব ধরনের লোভ-লালসা ভুলে নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। নিজেকে প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করে তুলব। তাই প্রকৃত মানুষ হওয়ার জন্যই আমরা শিক্ষা নেব, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়।

সিউল, দক্ষিণ কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম