Logo
Logo
×

দৃষ্টিপাত

সকাল বেলা রাজারে তুই ফকির সন্ধ্যা বেলা

Icon

অলিউর রহমান ফিরোজ

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের রাজনীতির ইতিহাসে এত সহজেই পটপরিবর্তন ঘটবে, এটি কেউ আশা করেনি। দীর্ঘদিন ধরে দেশে কার্যত গণতন্ত্র ছিল না। রাষ্ট্রপরিকাঠামোয় নিয়মের অনুসরণ মানুষ দেখতে পায়নি। সে পরিস্থিতিতে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়ে দেশে শুরু হয়েছিল অরাজকতা আর নিপীড়ন। ভোটের মাঠ থেকে শুরু করে দেশের সব অর্থনৈতিক পরিকাঠামোয় চলেছে লুটপাট; কিন্তু কেউ কোনো শব্দ করতে পারেনি। মিছিল-মিটিং বিরোধীদের জন্য ছিল অসাধ্য বিষয়। জেল-জুলুমের পরোয়ানা নিয়ে বিরোধীদের পালিয়ে বেড়াতে হতো। পুলিশ প্রশাসন, সামরিক বাহিনী, নৌবাহিনী, বিচারব্যবস্থা ছিল শেখ হাসিনার হাতের ক্রীড়নক। সবকিছুই ছিল তার হুকুমের গোলাম। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় তার ভেতরে অতিমাত্রায় দম্ভ আর আত্মঅহমিকা পেয়ে বসেছিল। কোনো কিছুকেই তিনি তোয়াক্কা করতেন না। তার পাশের সুবিধাভোগীরা ছিল তার চেয়েও বেশি এগিয়ে। তাদের বেসুরো ভাষা আর লাগামহীন কথাবার্তায় ছিল স্বৈরাচারী মনোভাব। তারা শেখ হাসিনার চাটুকারিতায় ব্যস্ত ছিলেন।

তিনি সাংবাদিক নিপীড়ন আইন তৈরি করে তাদের দমানোর চেষ্টা করেছিলেন। অনেক ক্ষেত্রে তিনি সফলও হয়েছেন; কিন্তু সবাইকে সেই ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায়নি। আগে থেকেই সব পেশাজীবী মানুষের কাছে এ দলটির ভাবমূর্তিতে পচন ধরেছিল। নির্বাচন থেকে শুরু করে সবখানেই ছিল নৈরাজ্যের পাহাড়। তবে দেশে যদি সংবিধান আর গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকত, তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনের সবকিছুতেই তিনি মনোযোগ দিতেন। তাদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে তিনি সমাধান দিতেন। তার দম্ভই আজ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। কোনো ক্ষমতায়ই কারও জন্য চিরস্থায়ী হয় না, এটি তিনি ভুলে গিয়েছিলেন। তাই প্রবাদ বাক্যে বলতে হয় ‘সকাল বেলার রাজারে তুই, ফকির সন্ধ্যা বেলা’। এখন দেশের সার্বিক পরিস্থিতির বিচারে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। সেখানে কারা থাকবেন, কীভাবে সংকটকালীন থেকে তারা দেশকে উদ্ধার করবেন, কী হবে সেই রূপরেখা, তা এখনই বলা যাচ্ছে না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে নিজেকে বাঁচিয়েছেন, কিন্তু দীর্ঘমেয়াদের জন্য দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থাকে ঝুঁকির মুখে ফেলে গেছেন। তা কীভাবে পুনরুদ্ধার করা যাবে, সময়ই বলে দেবে।

সাংবাদিক, মিরাপাড়া, রিকাবীবাজার, মুন্সীগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম