Logo
Logo
×

বাতায়ন

কার্যকর ও ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ নিতে হবে

Icon

ড. মোহাম্মদ কায়কোবাদ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কার্যকর ও ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ নিতে হবে

জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্ত অপরিহার্য।’

বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হতে যাচ্ছে, তার কার্যকর ও ব্যয়সাশ্রয়ী বাস্তবায়নে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণিসমূহের জন্য দক্ষ ও বিদগ্ধ শিক্ষকমণ্ডলী দিয়ে পর্যাপ্ত সময় নিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন এবং টেলিভিশনসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে সারা দেশের শিক্ষার্থীদের জন্য হৃদয়গ্রাহী উপস্থাপনায় পাঠদান করা উচিত, যা কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানপিপাসা জাগিয়ে তুলবে।

ড. মোহাম্মদ কায়কোবাদ : অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

শিক্ষাক্রম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম