Logo
Logo
×

বাতায়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

অন্য দেশের ওপর নির্ভরতা কাজে দেয় না

Icon

ড. ইমতিয়াজ আহমেদ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অন্য দেশের ওপর নির্ভরতা কাজে দেয় না

যেহেতু তফশিল ঘোষিত হয়েছে, তারিখগুলো দেওয়া আছে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। বোঝা যাচ্ছে, বিএনপি এবারও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে না আসার। তাহলে যা হবে সেটা হলো, নির্বাচনের যে তারিখে দেওয়া হয়েছে, সেই সময়েই নির্বাচন হবে। এর ব্যতিক্রম হওয়ার কথা নয়।

এখন কথা হচ্ছে, যদি বিএনপি নির্বাচনে না আসে, তাহলে তারা কী করবে? সেটা তারাই হয়তো ভালো বলতে পারবে। তবে যে কোনো রাজনৈতিক দলের সব সময় জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকাটাই বড় বিষয়। এখন কোনো দল যদি বাইরের কোনো রাষ্ট্রের কথা চিন্তা করে রাজনীতি করে, সেটা আমার মনে হয় না খুব একটা কাজে দেবে। বিশেষ করে বাংলাদেশের জনগণ এত সচেতন যে, এতে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। যদিও দেখা যায়, বিরোধী দল সব সময়ই বাইরের কোনো রাষ্ট্রের কথা চিন্তা করে রাজনীতি করে এবং ওই দেশগুলোও সুযোগটা নেয়। সুযোগ নিয়ে আমাদের এই বিভাজিত রাজনীতির মধ্যে তারাও চেষ্টা করে একটা ভূমিকা রাখতে। কিন্তু দেখা যায় তারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য বিষয়টা বড় করে ফেলে। এটি গণতন্ত্রের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়। কারণ দেখা যায়, একই বিষয়ে অন্য দেশের ক্ষেত্রে তারা কোনো গুরুত্ব দেয় না।

কিছু নির্দিষ্ট দেশের ওপর তারা যে খবরদারিটা করে, সেটার ওপর নির্ভর করে রাজনীতি যারা করেন, তারা যদি আবার এর ওপর ভরসা করে, জনগণের ওপর ভরসা না করে সেটা করে থাকেন, তাহলে আমার মনে হয় না যে তা খুব একটা কাজে দেয়। কারণ শেষ বিচারে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার কেমন হবে, সেটা জনগণই আসলে ঠিক করে। সেই জায়গাটাতে বিরোধী দল (বিএনপি) কতখানি গুরুত্ব দেবে, সেটা জানি না।

তবে আমি মনে করি, যে কাঠামোর মধ্যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ থাকবে। সেটা সবারই সদ্ব্যবহার করা দরকার। এখন সেটা হবে কিনা তা বলা মুশকিল এবং যদি তারা নির্বাচনে না আসে, বিশেষ করে বিএনপি, তারা কী রাজনীতি করবেন সেটা হয়তো তারাই বুঝবেন। আমি তো রাজনীতি করি না, আমি জানব না। তারাই হয়তো ভালো বুঝবেন। নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, সেখানে নতুন তারিখ নির্ধারণ বা এ ধরনের কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সেই সুযোগও এখন আর নেই। যারা নির্বাচন করতে যাচ্ছে, তারা সবাই ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন।

ড. ইমতিয়াজ আহমেদ : অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক

তফশিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম