ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলছেন দেব-প্রসেনজিৎরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৬:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন ভারতীয় বাংলা ছবির অভিনেতা-অভিনেত্রীরা। দেব থেকে শুরু করে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরারা ভারতীয় সৈন্যদেরকে কুর্নিশ জানিয়েছেন।
অভিনেতা দেব অপারেশন সিন্দুরের পোস্টার শেয়ার করে লিখেন ‘জয় হিন্দ’।
টলিউডের সুপারস্টার অভিনেতা জিৎ অপারেশন সিন্দুরের ছবি শেয়ার করে কুর্নিশ জানালেন ভারতীয় সেনাকে। লিখলেন, জয় হিন্দ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অপারেশন সিন্দুরকে কুর্নিশ জানিয়ে লিখলেন, ভারতীয় সেনা এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সকে অনেক সাধুবাদ। জয় হিন্দ।
অঙ্কুশ হাজরা লেখেন- আমাদের প্রিয় প্রতিবেশীদের জানাই, আগাম শুভ দীপাবলি। জয় হিন্দ।
জিতু কমল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- কোনও সেনাঘাটিতে আক্রমণ হয়নি। কোনও সাধারণ পাকিস্তানিকে হত্যা করা হয়নি। যারা পৃথিবীর ধ্বংসকারী তাদের ওপর এই হামলা।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাও জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। তবে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এর দায় অস্বীকার করে আসছে।
পহেলগাও হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। সেই হামলার সূত্র ধরেই গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
ভারতের এ হামলার প্রতিবাদে পালটা হামলা করেছে পাকিস্তান। সেই হামলায় ভারতের ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
