Logo
Logo
×

বিনোদন

ফারিণ নয়, দেবের নায়িকা হচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ীই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৩০ এএম

ফারিণ নয়, দেবের নায়িকা হচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ীই

টালিউডের প্রযোজক অতনু রায় চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেনকে ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ বলে ডাকা হয়। মঙ্গলবার (২৪ জুন) এই তিনজনের মুখেই ছিল চওড়া হাসি। সেই হাসির রেশ সামাজিকমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এদিন পুরো টিম ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিংয়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। আর তাতেই একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ নয়, 'প্রজাপতি-২'-এ দেবের নায়িকা হচ্ছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ীই।

একটি সূত্র জানায়, সব ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুটিং শুরু। দেবের বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে ছোটপর্দার নায়িকা জ্যোর্তিময়ী কুণ্ডু। এ খবরও প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডটকম।

এর আগে ২০২৪ অভিজিৎ-দেব-অতনুর ব্যতিক্রমী বছর। গত তিন বছর ধরে প্রতি শীতে তারা তিনজনে মিলে ভিন্ন স্বাদের সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। এই যেমন— ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’। গত বছর ‘প্রজাপতি ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেন। সেই সময় জানা গিয়েছিল, বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন দেবের নায়িকা হবেন। এর পরেই বাংলাদেশের তদানীন্তন সরকারের পতন হওয়ায় পরিস্থিতি বদলে যায়। ভিসার কারণে ভারতে আসা বাতিল হয় ফারিনের।

চলতি বছরের শুরুতে এ সিনেমা নিয়ে আবার নতুন করে চর্চা শুরু হয়। উঠে আসে ধারাবাহিক ‘বঁধুয়া’র নায়িকার নাম। যদিও সেই সময়ে মুখে কুলুপ এঁটেছিলেন জ্যোতির্ময়ী, প্রযোজক ও পরিচালক। কলকাতার পাশাপাশি সিনেমার শুটিং হবে লন্ডনেও। এদিকে বিশ্বজুড়ে অস্থিরতা। স্বাভাবিক নয় বিমান চলাচল। কী করে বিদেশে শুটিং হবে?

সূত্র জানিয়েছে, গতকালের বৈঠকে সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। অতনু-দেব-অভিজিৎ ঠিক করেছেন, কলকাতায় তারা প্রথম শুটিং শুরু করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বাইরে শুটিং।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম