Logo
Logo
×
ইব্রাহিম ট্রাওরে

ইব্রাহিম ট্রাওরে


ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে হচ্ছেন বুরকিনা ফাসোর বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট এবং সামরিক নেতা, যিনি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবাকে সরিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। মাত্র ৩৪ বছর বয়সে নেতৃত্ব গ্রহণ করে তিনি হয়ে উঠেন আফ্রিকার সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান। বুরকিনা ফাসো দীর্ঘদিন ধরে জিহাদি সহিংসতা, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। 

ট্রাওরে নিজেকে প্যান-আফ্রিকান ও জাতীয়তাবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। তার নেতৃত্বে বুরকিনা ফাসো- ফরাসি প্রভাব কমানোর পদক্ষেপ নেয়, রাশিয়া, মালি, নাইজার ও গিনির সামরিক জোটের সঙ্গে সম্পর্ক জোরদার করে, এবং ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি দাবি করেন, তার নেতৃত্বাধীন সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন, এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাই তার মূল লক্ষ্য।

ইব্রাহিম ট্রাওরে একজন প্রশিক্ষিত সামরিক কর্মকর্তা, যিনি আগে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। তিনি মসসি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর জেলার বাসিন্দা। তার ক্ষমতা গ্রহণে পশ্চিমা দেশগুলোর (বিশেষ করে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন) উদ্বেগ থাকলেও, রাশিয়া, মালি ও গিনির মতো দেশ তার নেতৃত্বকে স্বাগত জানায়। অনেক আফ্রিকান নাগরিক ইব্রাহিম ট্রাওরেকে ‘নতুন প্রজন্মের সাহসী নেতা’ হিসেবে দেখছেন, যারা পশ্চিমা আধিপত্যের বাইরে সুষ্ঠু বিকল্প খুঁজছেন।

কোন লেখা নেই
আরও পড়ুন
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম