মার্কিন ভিসা লটারি
মার্কিন ভিসা লটারি, যা ডাইভার্সিটি ভিসা লটারি (DV Lottery) নামে পরিচিত, যুক্তরাষ্ট্র সরকারের একটি জনপ্রিয় অভিবাসন কর্মসূচি। এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য নাগরিকদের মধ্যে থেকে প্রায় ৫০,০০০ জনকে স্থায়ী বসবাসের সুযোগ (Green Card) দেওয়া হয়। বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে আবেদনকারীরা এই লটারিতে অংশগ্রহণ করতে পারেন।
DV Lottery তে আবেদন করা সম্পূর্ণ ফ্রি এবং অনলাইনের মাধ্যমে করা হয়। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বা নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হয়। সঠিক তথ্য দিয়ে সময়মতো আবেদন করাই সফলতার চাবিকাঠি। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে।
