অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন ভারতীয় চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি, যিনি "বিগ বি" নামে বিশ্বজুড়ে পরিচিত। ১৯৭০-এর দশকে জঞ্জির, শোলে, দিওয়ার-এর মতো হিট সিনেমার মাধ্যমে "অ্যাংরি ইয়াং ম্যান" হিসেবে তার উদয় ভারতীয় সমাজ ও চলচ্চিত্রে এক নতুন ধারা তৈরি করে। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে তিনি বলিউডের সেরা অভিনেতাদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।
শুধু অভিনয় নয়, অমিতাভ বচ্চন একজন প্রযোজক, টিভি উপস্থাপক (কৌন বনেগা ক্রোড়পতি) এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় একজন সম্মানিত ব্যক্তিত্ব। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত এই মহানায়ক ২০০১ সালে "পদ্মভূষণ" এবং ২০১৫ সালে "পদ্মবিভূষণ" পান।
আরও পড়ুন
