গোসল
গোসল ইসলামে পবিত্রতা অর্জনের গুরুত্বপূর্ণ বিধান, যা নির্দিষ্ট কারণ ও পরিস্থিতিতে ফরজ হয়। পূর্ণ দেহ ধৌত করার মাধ্যমে দেহ ও আত্মা উভয়ই পবিত্র হয়। ফরজ গোসল ছাড়াও রয়েছে সুন্নত ও নফল গোসল, যা আত্মিক প্রশান্তি ও ইবাদতের প্রস্তুতি বাড়ায়। নিয়মমাফিক গোসল শুধু শারীরিক পরিচ্ছন্নতাই নয়, বরং ইবাদতের জন্য আত্মাকে প্রস্তুত করার মাধ্যমও।
