তত্ত্বাবধায়ক সরকার
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ১৯৯৬ সালে প্রবর্তিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। এই ব্যবস্থায় ক্ষমতাসীন দল নির্বাচনকালীন সময়ে পদত্যাগ করে এবং নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার মূল দায়িত্ব সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা।
২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থাটি বাতিল করা হলেও এখনো এটি রাজনৈতিক বিতর্ক, আন্দোলন এবং দাবির কেন্দ্রে অবস্থান করছে। বিরোধী দলগুলোর মতে, অবাধ নির্বাচনের পূর্বশর্তই হলো তত্ত্বাবধায়ক সরকার।
