ফরজ
ইসলাম ধর্মে ‘ফরজ’ হলো এমন বাধ্যতামূলক কর্ম, যা পালন করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ইবাদতগুলো ফরজ হিসেবে নির্ধারিত, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। ফরজ আদায় না করলে গুরুতর গুনাহ হয় এবং তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। ফরজ ইবাদত মানুষকে শুদ্ধতা, আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়ার পথে পরিচালিত করে।
