ফরজ গোসল
ফরজ গোসল হলো ইসলামে শারীরিক ও আত্মিক পবিত্রতা অর্জনের জন্য অপরিহার্য একটি বিধান। বিশেষ কিছু অবস্থায়—যেমন পবিত্রতা নষ্ট হওয়া, হায়েজ-নেফাস শেষ হওয়া বা সহবাসের পর—সম্পূর্ণ শরীর পানি দিয়ে ধুয়ে ফেলা ফরজ হয়। ফরজ গোসল ইবাদতের পূর্বশর্ত হিসেবে মুসলমানদের দৈনন্দিন জীবনধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধুমাত্র শরীরের পরিচ্ছন্নতাই নিশ্চিত করে না, বরং নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য আত্মাকে প্রস্তুত করে।
