বর্ষা
বর্ষা শুধু প্রকৃতির সজীবতা নয়—এটি সাহিত্যে, কবিতায়, গানে এবং মানুষের আবেগে গভীরভাবে জড়িত। বৃষ্টির দিনে খিচুড়ি-পাকোড়া বা প্রিয় বই হাতে সময় কাটানো যেন বর্ষার অবিচ্ছেদ্য অংশ। তবে বন্যা ও জলাবদ্ধতা বর্ষার কিছু চ্যালেঞ্জও বটে, যেগুলো সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে মোকাবিলা সম্ভব।
