Logo
Logo
×
শাবনূর

শাবনূর


শাবনূর, বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি কালজয়ী নাম। নব্বইয়ের দশকে আবির্ভাব ঘটে চিত্রনায়িকা শাবনূরের, আর খুব অল্প সময়েই হয়ে উঠেন বাংলা সিনেমার অপরিহার্য মুখ। তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না হলেও ‘শাবনূর’ নামেই তিনি সারা দেশে পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।

শাবনূরের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে। তবে ‘তুমি আমার’ (১৯৯৪) ও ‘সুজন সখি’ (১৯৯৪) সিনেমা থেকেই তিনি দর্শকমহলে ব্যাপকভাবে আলোচনায় আসেন। এরপর সালমান শাহের বিপরীতে ‘স্বপ্নের ঠিকানা’, ‘তোমার জন্য পাগল’, ‘অনন্ত ভালোবাসা’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন তিনি।

সালমান-শাবনূর জুটিকে বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবে ধরা হয়। তাদের রসায়ন, আবেগপ্রবণ অভিনয় এবং পর্দাজুড়ে উপস্থাপন শাবনূরকে ঢালিউডের প্রথম সারির নায়িকায় পরিণত করে।

শাবনূর পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার এবং মেরিল-প্রথম আলো পুরস্কার। তিনি শুধু রোমান্টিক অভিনয়েই দক্ষ ছিলেন না—সামাজিক, পারিবারিক ও ট্র্যাজিক চরিত্রেও রেখেছেন অনবদ্য ছাপ।

একসময় নিয়মিত অভিনয়ে থাকলেও, বর্তমানে তিনি মিডিয়াতে অনিয়মিত। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমায়। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা এখনো অটুট। মাঝে মাঝে ভক্তদের জন্য লাইভে আসেন, ইউটিউবেও তার নামে চ্যানেল রয়েছে।

সালমানের ঘটনায় আমাকে দোষারোপ করা হচ্ছে কেন, আমিও বিচার চাই: শাবনূর

সালমানের ঘটনায় আমাকে দোষারোপ করা হচ্ছে কেন, আমিও বিচার চাই: শাবনূর

২৯ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম

আরও পড়ুন
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম