সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস একজন মার্কিন পেশাদার টেনিস খেলোয়াড়, যিনি ইতিহাসের অন্যতম সফল নারী ক্রীড়াবিদ হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। তার ক্যারিয়ারে রয়েছে ২৩টি গ্র্যান্ড স্লাম একক শিরোপা—যা ওপেন এরা-তে সর্বোচ্চ। অসাধারণ শারীরিক শক্তি, মানসিক দৃঢ়তা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তাকে আধুনিক টেনিসের কিংবদন্তিতে পরিণত করেছে।
কোর্টের বাইরে তিনি একজন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও সমাজকর্মী হিসেবেও প্রশংসিত। নারী ক্ষমতায়ন এবং কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে তিনি সোচ্চার কণ্ঠ। সেরেনার অর্জন কেবল ক্রীড়াজগতেই নয়—সমগ্র বিশ্বে নারীদের জন্য এক গর্বের প্রতীক।
