দুবাই প্রবাসীদের জন্য অর্থনৈতিক মুক্তাঞ্চল
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে প্রবাসীদের জন্য একটি অর্থনৈতিক মুক্তাঞ্চল গঠনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে প্রবাসীদের দেশে বিনিয়োগ করার জন্য এ অঞ্চলে সুযোগদানের অনুরোধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেশের একাধিকবারের শীর্ষ সি আইপি মাহতাবুর রহমান নাসির ও এনআরবি ব্যাংকের পরিচালক আলহাজ আবদুল করিম সিআইপির নাগরিক সংবর্ধনায় এ দাবি জানান বক্তারা।
রোববার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ আয়োজন করে প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়রসহ সভাপতি জাকির হোসেইন হাফিজ। ৭১ টিভির সাংবাদিক লুৎফুর রহমান ও ৫২ বাংলা টিভির তিশা সেনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন কাতার বাংলাদেশ চেম্বারের সভাপতি আহমেদ রিয়াজ ও মৌলভীবাজারের বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলু, কামরান আহমদ, শাহেদ আহমদ, আবদুল হক ও সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন দেলওয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিসির সাইফুদ্দিন আহমদ, সিআইপি আবুল কালাম, জাকির হোসেইন, হাজী আবদুল রব, আবদুল মুহিত, মাসুক উদ্দিন ইউসুফ, ফখরুল ইসলাম, মলিক আহমদ, আবদুল মালিক, মীর্জা আবু সুফিয়ান, আবুল হাসনাত, হেলাল আহমদ, সাইফুল ইসলাম ইয়াহইয়া, মুজিবুর রহমান, শামীম আহমদসহ আরও অনেকে। অনুষ্ঠানে বড়লেখা সমাজকল্যাণ পরিষদ ছাড়াও নানা সংগঠনের পক্ষ থেকে দু’জন সিআইপিকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ এবং কাতার থেকে আগত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
লুৎফুর রহমান, দুবাই থেকে
