Logo
Logo
×

পরবাস

কুয়েত ও সৌদি আরবে যুগান্তর-এর ২০তম বর্ষপূর্তি

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুয়েত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর ২১ বছরে পদার্পণ ও ২০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। কুয়েতের রুমোতিয়ায় যুগান্তর স্বজন সমাবেশ, কুয়েতের উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। সাদেক রিপনের সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহজান ও মো. ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মো. মেজবাহ, ফয়েজ আহমেদ, তাইজুল ইসলাম, মাহমুদ, জাকির হোসেন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলী সিকদার, ইকবাল, কাজী আলম, গোলাম মোস্তফা, সফি খাঁন, ফারহান, রবিউল ইসলাম, কবির হোসেন, আনিস এবং কুয়েতের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

সাদেক রিপন, কুয়েত থেকে

সৌদি আরব

দৈনিক যুগান্তরের একুশ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার রাতে রিয়াদের স্থানীয় একটি হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে এখানে টিকে থাকা খুব সহজ কথা নয়। এখানে যারা সংবাদকর্মী তাদের সম্মানী ভাতা নেই বললেই চলে। সাগর চৌধুরীর সঞ্চালনায় ও ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- একুশে টিভির প্রতিনিধি, প্রবাস বাংলার সম্পাদক সাংবাদিক অহিদুল ইসলাম, সাপ্তাহিক পাঠক সংবাদের সম্পাদক ইকবাল হোসেন, যুগান্তর স্বজন- রিয়াদ আওয়ামী পরিষদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী নুর ইসলাম রনি, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সহ-সভাপতি ইছা উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন শহীদ মাদবর, কাজী নজিবুল মোবারক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম আজাদ, বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি এসকান্দর আলী খান, রিয়াদ যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া ইলিয়াছ, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, সাধারণ সম্পাদক আরকান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েত মাদবর প্রমুখ।

সৌদি আরব থেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম