স্বামীকে নিয়ে মসজিদে গিয়ে কটাক্ষের শিকার সোনাক্ষি সিনহা
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুসলিম ছেলে বিয়ে করেছেন বলিউডের নায়িকা সোনাক্ষি সিনহা। মা ও দুই ভাইয়ের অমত থাকলেও বাবা শত্রুঘ্ন সিনহা মেয়েকে বিয়েতে উৎসাহ দিয়েছেন। পরিবারের সবাই বিয়েতে উপস্থিত থাকায় একভাই কট্টর হিন্দুত্ববাদী হওয়ার পরও বোনের বিয়েতে উপস্থিত ছিলেন। সোনাক্ষির স্বামী জহির ইকবালও মডেল-অভিনেতা। মুসলিম ধর্মের অনুসারী। কিছুদিন আগে স্বামীকে নিয়ে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনের একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা গেছে, স্বামীকে নিয়ে সোনাক্ষি মসজিদের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। যেখানে তাকে সবুজ এবং সাদা প্রিন্টেড শর্ট কুর্তা এবং পায়জামা পরিহিত দেখা গেছে। তিনি সবুজ দোপাট্টা দিয়ে মাথাও ঢেকেছিলেন। জহির ইকবাল একটি কালো শার্ট এবং সবুজ ট্রাউজার বেছে নিয়েছিলেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আবুধাবিতে একটু শান্তি পেয়েছি।’
আর এই ভিডিও নিয়েই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ভারতের কট্টর হিন্দুরা সোনাক্ষিকে একেবারে তুলোধুনো করে ছেড়েছেন তাদের মন্তব্যের মাধ্যমে। একে তো মুসলিম ছেলে বিয়ে করেছেন, অন্যদিকে মসজিদেও গিয়েছেন, এ কারণেই তাদের যত রাগ সোনাক্ষির ওপর। তবে কেউ কেউ তার প্রশংসাও করেছেন। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মন্দির হোক বা মসজিদ, মাথা ঢেকে রাখা একটা আধ্যাত্মিক ব্যাপার, তুমি হিন্দু হও বা মুসলিম। সোনাক্ষি সঠিক কাজটাই করেছেন।’ এদিকে কিছুদিন আগে বলিউডের আরেক নায়িকা দীপিকাকে আবুধাবি পর্যটন নিয়ে একটি বিজ্ঞাপনে দেখা গেছে যেখানে হিজাব পরেছিলেন। ওই সময় দীপিকাকে নিয়েও হিন্দু মৌলবাদীরা ট্রল করেছেন। সেই সমালোচনার জবাবও দিয়েছেন দীপিকা ভক্তরা, সোনাক্ষির পোস্টে এসে। এক দীপিকাভক্ত লিখেছেন, ‘তাহলে সোনাক্ষির জন্য এটা স্বাভাবিক কিন্তু দীপিকার জন্য নয়? দুজনেই একই মসজিদ পরিদর্শন করেছিলেন, এবং দুজনেই তাদের স্বামীদের সঙ্গে ছিলেন, দুজনকেই অসাধারণ দেখতে লাগছিল।’
উল্লেখ্য, সোনাক্ষি গত বছরের ২৩ জুন জহিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেত্রীকে সর্বশেষ ‘নিকিতা রায়’ সিনেমায় দেখা গেছে, যেটি ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। পরিচালনা করেছেন সোনাক্ষির ভাই কুশ সিনহা। সোনাক্ষির হাতে বর্তমানে সুধীর বাবুর সঙ্গে তেলেগু সিনেমা ‘জটাধারা’ও রয়েছে। এটি ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
