শাহরুখের পরবর্তী সিনেমা পরিচালনা করবেন ছেলে আরিয়ান খান!
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অনেকেই বাবা কিংবা মায়ের পথ ধরে অভিনয়ে এলেও শাহরুখপুত্র আরিয়ান এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি অভিনয় নয়, নির্মাণকেই বেছে নিয়েছেন। এরইমধ্যে পরিচালনায় তার অভিষেকও হয়েছে। নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে তার পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। সিরিজটির জন্য প্রশংসা পাচ্ছেন। এতে মূল চরিত্রে লক্ষ্য, রাঘব জুয়াল, ববি দেওলের পাশপাপাশি বলিউডের প্রখ্যাত কয়েকজন তারকাশিল্পী অতিথি চরিত্রে ধরা দিয়েছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবার একসঙ্গে দুটি প্রজেক্টের স্ক্রিপ্ট তৈরি করছেন আরিয়ান। জানা গেছে, শাহরুখপুত্র এবার বড়পর্দার জন্য কাজ শুরু করেছেন। সূত্রমতে, আরিয়ানের দুটি স্ক্রিপ্টই হচ্ছে পূর্ণাঙ্গ সিনেমার, যা বড়পর্দায় মুক্তির জন্য তৈরি হচ্ছে। সিনেমাটির কাজ শুরু হবে ২০২৬ সালে বাবা শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’র মুক্তির পরপরই। কারণ, ‘কিং’ দিয়ে শাহরুখকন্যা তথা আরিয়ানের বোন সুহানা খানের বড়পর্দায় অভিষেক হচ্ছে। সুতরাং বড় বোনের কাজে ব্যাঘাত ঘটাতে চান না আরিয়ান। একইসঙ্গে শাহরুখও এখন ব্যস্ত ‘কিং’ নিয়ে। বড়পর্দার জন্য প্রথম সিনেমা নির্মাণের ক্ষেত্রে বাবার পরামর্শ জরুরি। তাই তার জন্যই অপেক্ষা করছে ছেলে।
এরইমধ্যে গুঞ্জন রটেছে, ছেলের পরিচালনায় নির্মিত প্রথম সিনেমায় অভিনয় করতে পারেন শাহরুখ। এ তরুণ নির্মাতা প্রেক্ষাগৃহে পা রাখার আগে বাবাকেই প্রাধান্য দিতে চান, কারণ তা এখনো বাবার দখলে। কিন্তু আরিয়ানের মনোভাব ভিন্ন। নির্মাণে নিজেকে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি, যেমনটা অভিনয়ে সেরা তার বাবা। ভারতীয় গণমাধ্যমে উদ্ধৃত একটি সূত্র জানিয়েছে, আরিয়ান তার ক্যারিয়ার পরিচালনা করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি গ্রহণ করছেন। তবে সূত্রটি বলেছে, ‘আরিয়ান তার সুপারস্টার বাবা শাহরুখ খানকে নিয়ে কাজ করার আগে নিজেকে তৈরি করতে চান। কারণ, শাহরুখের তারকাখ্যাতি দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়েই পরিচালনার চ্যালেঞ্জ নিতে চান তিনি। আর সেজন্যই নেটফ্লিক্সের ব্যাডস অব বলিউড দিয়ে নিজেকে পরীক্ষা করে নিয়েছেন। তাই নিজের পরিচালিত প্রথম সিনেমায় বাবাকে নয়, অন্য কাউকে নিয়ে কাজ করবেন, যাতে কেউ বলতে না পারে, বাবার তারকাখ্যাতি দিয়ে সিনেমায় সাফল্য পেয়েছেন।’
তবে এটাও সত্যি, শাহরুখকে নিয়ে সিনেমা বানাবেন আরিয়ান এবং সেই প্রজেক্টের কাজও এরইমধ্যে শুরু হয়ে গেছে। বাবা-ছেলের একসঙ্গে কাজ করার পরিকল্পনা খুব দ্রুতই এগিয়ে চলেছে, যদিও সিনেমাটি এখনই শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সূত্রটি আরও জানিয়েছে ‘যদি সবকিছু পরিকল্পনা অনুসারে চলে, তাহলে আরিয়ানের তৃতীয় পরিচালনায় শাহরুখকে প্রধান চরিত্রে দেখা যাবে। বাবা-ছেলের জুটি ইতোমধ্যেই আলোচনার রসদ তৈরি করে ফেলেছে, তবে কাজটি ২০২৭ সালে সামনে আসবে আশা করা হচ্ছে।’ আপাতত, আরিয়ান তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরির জন্য মনোযোগ নিবেদিত করছেন। এ সিনেমায় কারা অভিনয় করবেন, তাও শিগ্গির জানা যাবে।

