Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

চমকের অপেক্ষায় বিদ্যা সিনহা মিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চমকের অপেক্ষায় বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। বেশ কিছুদিন ধরে তিনি সিনেমা নিয়ে ক্যামেরার সামনে নেই। সর্বশেষ ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং করেছেন। এরপর দীর্ঘ বিরতি। তবে শিগ্গিরই নতুন একটি খবর ভক্ত অনুরাগীদের জানাবেন তিনি। তবে সেটি কী, তা এখনই বলতে নারাজ অভিনেত্রী। নতুন কোনো সিনেমা কি না, তাও বলেননি। আজ তার জন্মদিন। দিনটি বিশেষভাবে উদযাপন করবেন এ নায়িকা। বলেছেন, জন্মদিনের রেশ থাকতেই তিনি সেই ‘চমক’ সবাইকে জানাবেন। এদিকে জন্মদিন পালন করছেন রাজধানীর বসুন্ধরায় তার নিজের অ্যাপার্টম্যান্টেই। তবে এবারের জন্মদিনে যাচ্ছেন না কোনো চ্যানেলে বা কোনো পত্রিকা অফিসে। দিনটি একেবারেই নিজের মতো করে পরিবারের ছায়াতলে থেকেই তিনি উদযাপন করতে চান। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘প্রতিবছর জন্মদিনটি নানা কারণে বিশেষায়িত হয়ে ওঠে। এ বছর কী কারণে কেমন করে বিশেষায়িত হয়ে উঠবে, তা আমার জানা নেই। আগের রাত থেকে জন্মদিন, তার পরের দিন পর্যন্ত নানা কারণে জন্মদিন ঘিরে আমি সারপ্রাইজড হই। জীবনের বিশেষ বিশেষ সময়ে আমি মা-বাবার সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। জন্মদিনেও ঠিক তাই। আর আমার স্বামীর পক্ষ থেকে দিনটিকে বিশেষায়িত করার জন্য নানা পরিকল্পনা থাকেই। তবে ভক্ত-দর্শকেরও যে উন্মাদনা, তাও আমাকে মুগ্ধ করে। সবার দোয়া ও ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। আর নিশ্চয়ই ভালো ভালো কাজ উপহার দিতে চাই। যেমন: একটি কাজের ঘোষণা কিছুদিনের মধ্যেই দিতে যাচ্ছি।’ এদিকে মিম দীর্ঘদিন ধরেই ‘ইউনিসেফ’-এর অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন। প্রতিষ্ঠানটির হয়ে বেশ কয়েক বছর নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম