Logo
Logo
×

আনন্দ নগর

লোক হাসিয়েই চলে মোশাররফ করিমের সংসার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লোক হাসিয়েই চলে মোশাররফ করিমের সংসার

টিভি নাটক, সিনেমা এবং ওটিটি কনটেন্ট-সব মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। বছরজুড়ে নাটক নিয়ে ব্যস্ত থাকা এ অভিনেতা সিনেমা নিয়েও বর্তমানে খুব মনোযোগী। সর্বশেষ তাকে দেখা গেছে গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায়। এবার জানা গেল আরও একটি নতুন সিনেমার খবর। চলতি মাসেই এটি মুক্তি পাবে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। ‘ডিমলাইট’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ সিনেমার মধ্য দিয়েই প্রথমবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে পর্দায় আসছেন। যিনি লোক হাসিয়েই জীবিকা নির্বাহ করেন। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এ সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘জীবনে নানা আবরণ পড়তে থাকে। চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতন-এমন সব নিত্যনৈমিত্তিক আবরণ আমাদের জীবনের সঙ্গেই সম্পৃক্ত। সেই আবরণে ঢেকে যায় সম্পর্ক; ঘুচে যায় ভালোবাসার স্পর্শ। এসবই ধীরে ধীরে প্রেমকে ঢেকে ফেলে। জীবনের মোরাল খুব শান্ত, খুব ঠান্ডা। এ সিনেমার গল্পটা খুব জটিল এমন নয়। এটা আমাদের সবার গল্প।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম