টুকরো খবর
অভিনয়ে আসছেন জান্নাতুল মনি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান সময়ের একটি জনপ্রিয় পেশা ব্র্যান্ড প্রোমোটিং। অনেকেই ব্র্যান্ড প্রমোটার হিসাবে পেয়েছেন খ্যাতিও। তাদেরই একজন জান্নাতুল মনি। এ পেশায় কাজ করলেও অভিনয়ের প্রতিই তার দুর্বলতা বেশি। এরইমধ্যে বেশকিছু নাটকে কাজ করারও প্রস্তাব পেয়েছেন। জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। এ প্রসঙ্গে জান্নাতুল মনি বলেন, ‘আমি চাইছি একটা ভালো গল্পের সুন্দর চরিত্রে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় নিজের অভিষেক ঘটাতে। যে কারণে একটু ধীরে বুঝেশুনে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। কারণ আমি এ মুহূর্তে যা করছি অর্থাৎ ব্র্যান্ড প্রমোশনের কাজ, তা বেশ ভালোভাবেই করছি। যেহেতু ফেসবুকেও আমার প্রায় এক মিলিয়ন ফলোয়ার আছে, তারাও চাচ্ছেন আমি যেন অভিনয়ে আসি। সবকিছু বিবেচনায় রেখেই আমি ভালোভাবে অভিনয়ে আসতে চাচ্ছি।’
