কলকাতায় একমঞ্চে দেখা যাবে শাহরুখ খান ও মেসিকে
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল দুনিয়ার জাদুকর লিওনেল মেসি। যেখানে, যে ক্লাবেই খেলেছেন, ফলিয়েছেন সোনা। বর্তমানে খেলছেন আমেরিকার ইন্টার মিয়ামিতে। সর্বশেষ বিশ্বকাপে হাতে নিয়েছেন চ্যাম্পিয়নের ট্রফি। খেলবেন আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও। এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। এই আর্জেন্টাইন ফুটবলারের ভক্ত বিশ্বব্যাপী। বলিউডি সিনেমার ‘কিং’খ্যাত খোদ শাহরুখ খানও মেসির ভক্ত। এটা তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছেন। এবার প্রিয় খেলোয়াড়ের সঙ্গেই আজ মোলাকাত করবেন বলিউড কিং। আজ ভারতের কলকাতায় পা রাখবেন মেসি। দিনকয়েক ধরে গোটা কলকাতা অপেক্ষা করছে ফুটবলের এ জাদু সম্রাটকে বরণ করে নেওয়ার জন্য। ফুটবলপ্রেমিকরা এ বিশেষ দিনে মেসিকে এক ঝলক দেখার জন্য সব প্রস্তুতিও সেরে নিয়েছেন।
কলকাতাবাসীর এ আনন্দযজ্ঞের মধ্যেই আরও একটি বড় সুখবর জানিয়েছেন কিং খান। একই মঞ্চে ফুটবলের জাদুকরের সঙ্গে উপস্থিত থাকবেন শাহরুখ। এমনটা ঘটলে, এটা কলকাতার জন্য একটা ইতিহাস হবে। অবশ্য গত ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ এক বার্তায় জানিয়েছেন, কলকাতায় যেতে পারেন তিনি। তবে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, সেটা হবে মেসির আগমনের দিনেই। নিজের এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না, বরং দিনেই মেসি রাইড হবে।’ আর এ কয়েক শব্দেই স্পষ্ট হয়ে যায়, এবার ক্রিকেটের মাঠে ছক্কা নয়, ফুটবলের মাঠেই গোল দিতে আসছেন কিং খান। নিজের টুইটেই শাহরুখ স্পষ্ট করে দেন, ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে যাচ্ছেন তিনি।
মেসি কেন আসছেন কলকাতায়? অবশ্য এটি তার পূর্বনির্ধারিত সফর। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন তিনি। দেশটিতে নেমেই প্রথমে তিনি যাবেন কলকাতায়। অংশ নেবেন সল্টলেক স্টেডিয়ামে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে। স্টেডিয়ামে কিছুক্ষণ থাকার পর মেসি যাবেন লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করতে। এরপর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। এ ছাড়া আরেকটি অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। কলকাতা পর্ব শেষ করে সেখান থেকে যাবেন মুম্বাই এবং তারপর দিল্লি। মেসির সঙ্গে এ অনুষ্ঠানে একই মঞ্চে থাকবেন শাহরুখ খান। তার ভ্রমণ শিডিউল অবশ্য ভারতীয় গণমাধ্যম জানাতে পারেনি। প্রসঙ্গত, ২০২৩ সালে দুটি ব্লকবাস্টার (পাঠান ও জওয়ান) এবং একটি সুপারহিট (ডাঙ্কি) উপহার দেওয়ার পর একবছর বিশ্রামে ছিলেন শাহরুখ খান। ২০২৪ থেকে শুরু করেছেন নতুন সিনেমার প্রস্তুতি। বর্তমানে ব্যস্ত আছেন তার আপকামিং সিনেমা ‘কিং’ নিয়ে। এটি ২০২৬ সালে মুক্তি দেওয়া হবে। এ সিনেমার মাধ্যমে তার মেয়ে সুহানা খানের বড়পর্দায় অভিষেক হচ্ছে। এর আগে সুহানা ওটিটিতে কাজ করেছেন। ‘কিং’ সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকেও। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি অভিনয় করবেন সুহানা খানের মায়ের চরিত্রে। অবশ্য শাহরুখ খানের প্রায় প্রতিটি সিনেমাতেই দীপিকাকে দেখা যায়। তার অভিষেকও হয়েছিল শাহরুখের ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। সেই থেকে দীপিকার হাত এখনো ছেড়ে দেননি শাহরুখ।
