Logo
Logo
×

আনন্দ নগর

নাটক ‘ছেলেটা বেয়াদব’

Icon

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গত ১৬ অক্টোবর ইউটিউবে আপলোড করা হয়েছে মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটক ‘ছেলেটা বেয়াদব’। আপলোড করার পর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নাটকটি দেখেছেন ২৬ লাখেরও বেশি দর্শক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, আজম খান প্রমুখ। নাটকের শুটিং চলাকালীন এভাবেই ক্যামেরাবন্দি হন পরিচালক বান্নাহ, আজম খান ও তানজিন তিশা।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম