|
ফলো করুন |
|
|---|---|
গত ১৬ অক্টোবর ইউটিউবে আপলোড করা হয়েছে মাবরুর রশিদ বান্নাহর রচনা ও পরিচালনায় নাটক ‘ছেলেটা বেয়াদব’। আপলোড করার পর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নাটকটি দেখেছেন ২৬ লাখেরও বেশি দর্শক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, আজম খান প্রমুখ। নাটকের শুটিং চলাকালীন এভাবেই ক্যামেরাবন্দি হন পরিচালক বান্নাহ, আজম খান ও তানজিন তিশা।
