বছর শেষে শো নিয়ে ব্যস্ত লিজা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী লিজা। নিয়মিত মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতে গাইছেন তিনি। জানিয়েছেন, বছরের শেষ প্রান্তে এসে হাফডজন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। গতকাল রাতে তিনি রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত একটি শোতে সংগীত পরিবেশন করেছেন। ২৩ ডিসেম্বর কক্সবাজারে, ২৫ ডিসেম্বর টাঙ্গাইলে, ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুরে, ২৭ ডিসেম্বর বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে (ঢাকায়) ও ৩১ ডিসেম্বর বগুড়ার মমইন-এ গান গাইবেন তিনি। এ ছাড়া নতুন বছরের শুরুতেও টানা বেশ কয়েকদিন স্টেজ শোতেই ব্যস্ত থাকবেন লিজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বছরের শেষ প্রান্তে এসেও স্টেজ শোতে মোটামুটি ব্যস্ত আছি, এটা বেশ ভালোলাগার বিষয়। কৃতজ্ঞতা সব অনুষ্ঠানের আয়োজকদের প্রতি।’ এদিকে আজ এ শিল্পীর জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।
