কানাডায় গাইবেন সামিনা চৌধুরী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের নন্দিত সংগীতশিল্পী সামিনা চৌধুরী এখনো নিয়মিত স্টেজে গান করেন। সম্প্রতি তিনি কানাডায় গিয়েছেন একটি স্টেজ শোতে অংশ নিতে। কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরেন্টোর আমন্ত্রণে দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশের স্থানীয় সময় আজ সকালে) গান গাইবেন এ শিল্পী। অনুষ্ঠান শেষে ২৩ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল তিনি ঢাকায় ফিরবেন। দেশে এসেও একাধিক স্টেজ শোতে গান গাইবেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। কানাডা সফর প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘১৯৯৩ সালে প্রথম কানাডাতে স্টেজ শোতে গাইতে যাই। এরপর আরও অনেকবার দেশটিতে স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছি। যথারীতি আবারও এসেছি। আশা করছি আজকের আয়োজন সব মিলিয়ে ভীষণ সুন্দর হবে এবং আমিও গানে গানে সবাইকে মুগ্ধ করার চেষ্টা করব।’
