আইরিনে মুগ্ধ মহল্লার দর্শক
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনেমা নয়, এবার নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। অনেক দিন ধরেই নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছিল না এ নায়িকাকে। বলা যায় অষোষিত বিরতিতে ছিলেন। সম্প্রতি অভিনয়ে ফিরেছেন একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে। এর নাম ‘মহল্লা’। পরিচালনা করছেন ফরিদুল হাসান। বর্তমানে নাটকটির প্রচার চলছে। এতে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান অভিনেত্রী। আইরিন বলেন, ‘নাটকটি প্রচারের পর থেকে সত্যিই ভীষণ সাড়া পাচ্ছি। শুধু মহল্লায় আমার অভিনয় দেখে অনেকেই আমাকে একক নাটকে কাজ করার জন্যও ভীষণ আগ্রহ প্রকাশ করছেন। একজন শিল্পী হিসাবে এ বিষয়গুলো আমার জন্য অনেক আবেগের, ভালো লাগার এবং সম্মানেরও বটে।’ গল্প ও চরিত্রের জন্যই এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন আইরিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটির গল্প একজন অভিনেত্রীকে কেন্দ্র করে, যিনি ঢাকাই সিনেমার একজন প্রতিষ্ঠিত নায়িকা। যে কারণে আমার কাছে মনে হলো এ গল্পে অভিনয় করা যেতে পারে। আমার সঙ্গে গল্প ও চরিত্রটার এক ধরনের যোগসূত্র আছে।’ তবে নতুন করে অভিনয়ে ফেরার জন্য নাটকটিকে বেছে নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত ছিল না বলেই এখন মনে করছেন এ অভিনেত্রী। প্রশংসিত হয়ে নিজেও বেশ খুশি। আইরিন বলেন, ‘কাজ শুরু করতে গিয়ে পুরো ইউনিটের আন্তরিকতা, পরিচালকের নির্দেশনা এবং সর্বোপরি সব সহশিল্পীর সহযোগিতায় আমি ভীষণ মুগ্ধ হয়েছি। এরইমধ্যে কয়েকটি লটে কাজ করেছি। সবমিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রচারের পর দর্শক ভালোবাসা ও সহকর্মীদের প্রশংসা পেয়ে এখন আরও ভালো লাগছে।’ প্রসঙ্গত, আইরিনকে সর্বশেষ দেখা গেছে ‘গন্তব্য’ নামে একটি সিনেমায়। অরণ্য পলাশ পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় ২০২১ সালে। আইরিনের অভিষেক হয় ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমা দিয়ে। এটি পরিচালনা করেছিলেন দেবাশীষ বিশ্বাস। এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবিনী’ ইত্যাদি। সিনেমার পাশাপাশি তিনি একাধিক নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম নাটক ছিল আফসানা মিমির পরিচালনায় ‘পৌষ ফাগুনের পালা’।
