Logo
Logo
×

আনন্দ নগর

নায়িকার হানিমুনে জুটিবদ্ধ পপি ও হাসান জাহাঙ্গীর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নায়িকার হানিমুনে জুটিবদ্ধ পপি ও হাসান জাহাঙ্গীর

ঈদের নাটক নির্মাণ চলছে বেশ জোরেশোরেই। এ প্রক্রিয়ায় বরাবরের মতো আবারও জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পপি ও হাসান জাহাঙ্গীর।

এ জুটি এর আগে ‘ইন্নোসেন্ট লাভ’, ‘ভালোবাসা দুজনায়’, ‘মেন্টাল’ ও ‘নায়িকার বিয়ে’ নামে চারটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। এবারের ঈদের জন্য আবারও জুটিবদ্ধ হয়েছেন তারা। নাটকের নাম ‘নায়িকার হানিমুন’। নাটকটি রচনা করেছেন আপন হাসান ও পরিচালনা করেছেন আদিত্য জনি।

এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘নায়িকার হানিমুনের গল্পটা মূলত আমাকে কেন্দ্র করেই। তাছাড়া গল্পটাও আমার কাছে ভালো লেগেছে। তাই কাজটি করেছি। হাসান ভাই খুব আন্তরিকতা নিয়ে কাজ করেন। আশাকরি আগের মতো এ নাটকটিও দর্শকের ভালো লাগবে।’

হাসান জাহাঙ্গীর বলেন, ‘এর আগে পপি আমার সঙ্গে চারটি নাটকে অভিনয় করেছে। সহশিল্পী হিসেবে আমিও তার সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত। আমার বিশ্বাস এবারের নাটকটিও দর্শককে মুগ্ধ করবে।’ নাটকটি আসছে ঈদে এশিয়ান টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

পপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম