প্রাণ রায় এবার নিরাপত্তারক্ষী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নানামাত্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত অভিনেতা প্রাণ রায়। এবার নিরাপত্তারক্ষীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। নাটকের নাম ‘খান বাড়ি বাড়াবাড়ি’। ধারাবাহিক এ নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। রাজধানীর উত্তরায় নাটকের শুটিং শুরু হয়েছে। এ নাটকে প্রাণ রায়কে একটি আবাসিক বাড়ির নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করতে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম অভিনয় করছি। চরিত্রটির মাধ্যমে একটি ইতিবাচক বক্তব্য তুলে ধরা হবে। আমিও বেশ উৎসাহ নিয়েই অভিনয় করছি।’ এ নাটক ছাড়াও বর্তমানে এ অভিনেতা সকাল আহমেদের পরিচালনায় ‘শান্তিপুরীতে অশান্তি’ ও ‘ভদ্রপাড়া’, আল হারুনের ‘ইস্টিকুটুম’, জয় সরকারের ‘আজব রঙের মানুষ’ ও বিপ্লব হায়দারের ‘জুলি বিউটিফুল’ নাটকে অভিনয় করছেন। ছবিতে অভিনয়েরও অভিজ্ঞতা আছে তার। কিছুদিন আগে ‘আদম’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। এছাড়া একজন শিল্প নির্দেশক হিসেবেও তার পরিচিতি আছে। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি ছবির শিল্প নির্দেশনা দেন তিনি। বর্তমানে এ ছবির ডাবিংয়ের কাজ চলছে।
